ঢাকা, ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

শিরোপা থেকে এক পা দূরে লিভারপুল, হারের বৃত্তে ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
mzamin

ইংলিশ প্রিমিয়ার লীগে সহজ জয় তুলে নিয়েছে আর্সেনাল। ইপসউইচ টাউনের মাঠে গানাররা জিতেছে ৪-০ গোলে। রোববার একই দিনে লেস্টার সিটির বিপক্ষে শেষ মুহূর্তের ১ গোলে জয় ছিনিয়ে নিয়েছে লিভারপুল। আর এক ম্যাচ জিতলে প্রিমিয়ার লীগের রেকর্ড ২০টি শিরোপা জয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ছুঁয়ে ফেলবে অলরেডরা। অন্য ম্যাচে হারের বৃত্ত থেকে বের হতে পারেনি ইউনাইটেড। ঘরের মাঠে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ১-০ গোলে হেরেছে রেড ডেভিলরা। ফুলহ্যামের মাঠে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের জোড়া লক্ষ্যভেদে ২-১ গোলে জয় তুলে নিয়েছে চেলসি। 
পোর্টম্যান রোডে আর্সেনালের গোলের দিকে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি স্বাগতিক ইপসউইচ। ম্যাচের চতুর্দশ মিনিটে গানারদের এগিয়ে নেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। চোট কাটিয়ে দলে ফিরে দারুণ ফর্মে আছেন বুকায়ো সাকা। ২৮তম মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির ব্যবধান দ্বিগুণ করা গোলেও অবদান আছে এই ইংলিশ ফরোয়ার্ডের। এর চার মিনিটের মাথায় সাকাকে পেছন থেকে ফাউল করে লাল কার্ড দেখেন তারই স্বদেশি লিফ ডেভিস। বিরতি শেষে মাঠে ফিরে ৬৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ট্রোসার্ড। আর নির্ধারিত সময়ের দুই মিনিট আগে শেষ গোলটি করেন ইথান নোয়ানেরি। গানাররা হারলে এদিনই নিশ্চিত হতো লিভারপুলের প্রিমিয়ার লীগ শিরোপা। লেস্টার সিটিকে অবনমিত করে অলরেডদের অপেক্ষা এখন কেবল একটি জয়ের। আর তাতেই শিরোপা উল্লাসে ভাসবে আর্নে স্লটের ছেলেরা। আগামী মৌসুমে ২০১৬ সালের চ্যাম্পিয়নরা খেলবে চ্যাম্পিয়নশিপ লীগে। কিং পাওয়ার স্টেডিয়ামে লেস্টারের বিপক্ষে একমাত্র গোলটি হয়েছে ম্যাচের ৭৬তম মিনিটে। এদিনের জয়ের নায়ক চোট কাটিয়ে পাঁচ সপ্তাহ পর মাঠে নামা আলেক্সান্ডার আর্নল্ড। ৭১তম মিনিটে কনর ব্র্যাডলির বদলি হিসেবে নামা এই অলরেড ডিফেন্ডার গোল করেছেন পাঁচ মিনিটের মাথায়। জার্সি খুলে বুনো উল্লাস করে দেখেছেন একটি হলুদ কার্ডও। লিভারপুলের পরের ম্যাচ আগামী রোববার, টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে। তবে এতদিন অপেক্ষা নাও করতে হতে পারে মোহাম্মদ সালাহদের। কেননা এর আগে আগামী বুধবার রাতে ক্রিস্টাল প্যালেসের কাছে আর্সেনাল হারলে অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন হিসেবেই নামবে লিভারপুল। ৩৩ ম্যাচ খেলে ৭৯ পয়েন্টে তালিকার শীর্ষে অলরেডরা। সমানসংখ্যক ম্যাচে ৬৬ পয়েন্টে পরেই আর্সেনাল। অন্য ম্যাচে প্রিমিয়ার লীগে ফিরে আবারও হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে উলভসের বিপক্ষে ৭৭তম মিনিটে পাবলো সারাবিয়ার একমাত্র গোলে হারে রেড ডেভিলরা। একই দিনে ফুলহ্যামের মাঠে হারের শঙ্কা কাটিয়ে ২-১ গোলে দুর্দান্ত জয় তুলে নিয়েছে চেলসি। প্রথমার্ধে পিছিয়ে পড়া ব্লুরা গোল দুটি করে ৮৩ ও যোগ করা তৃতীয় মিনিটে। ৩৩ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে চেলসি। সমানসংখ্যক ম্যাচে ৩৮ পয়েন্টে চতুর্দশ রুবেন আমোরিমের দল।

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status