খেলা
অবনমন শাইনপুকুরের আশা বাঁচিয়ে রাখলো ব্রাদার্স
স্পোর্টস রিপোর্টার
২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবারপারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে হেরে রেলিগেশন পর্বে শুরুটা বাজে হয়েছিল ব্রাদার্স ইউনিয়নের। ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) টিকে থাকতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না দলটির। সেই চ্যালেঞ্জে উতরেছে তারা। হারলেই অবনমন হবে এমন ম্যাচে জয় দিয়ে প্রিমিয়ার লীগে টিকে থাকার আশা বাঁচিয়ে রেখেছে ব্রাদার্স।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গতকাল ঢাকা প্রিমিয়ার লীগের রেলিগেশন ম্যাচে শাইনপুকুরকে ৬ উইকেটে হারায় ব্রাদার্স। সকালে বৃষ্টিতে খেলা শুরু হয় ৩ ঘণ্টা পর। এতে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৩৩ ওভারে। এতে আগে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে শাইনপুকুর। উইকেটকিপার ব্যাটার মিনহাজুল আবেদীন সাব্বির ৫৪ বলে তার অপরাজিত ৫৯ রান করেন। জবাবে ৪ উইকেট হারিয়ে ৩ ওভার হাতে রেখেই জয় পায় ব্রাদার্স। ২ ম্যাচে ১ জয় ব্রাদার্সের। টানা দুই ম্যাচ হেরে প্রিমিয়ার লীগ থেকে প্রথম বিভাগে নেমে গেছে শাইনপুকুর। ৮ পয়েন্টধারী পারটেক্সের বিপক্ষে বুধবার ৭ পয়েন্ট নিয়ে থাকা ব্রাদার্সের ম্যা্চটি হতে যাচ্ছে ডু অর ডাই। এই ম্যাচে যারা জিতবে তারা প্রিমিয়ার লীগে টিকে যাবে। আর হারলেই নেমে যেতে হবে প্রথম বিভাগ লীগে। ম্যাচ মাঠে না গড়ালেও কপাল পুড়বে ব্রাদার্সের। রান রেটে এগিয়ে থেকে লীগে টিকে যাবে পারটেক্স। ২১ রানে ফিরে যান দুই ওপেনার। এরপর দলের হাল ধরেন জাহিদুজ্জামান ও মিজানুর রহমান। তৃতীয় উইকেটে দুজনে মিলে গড়েন ১৩২ রানের জুটি।
এই জুটিতেই ব্রাদার্সের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। ৫৬ বলে ৬৯ রান করে মিজান আউট হলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন জাহিদ। তার ব্যাট থেকে আসে ৮৮ বলে ৮৫ রান। শাইনপুকুরের হয়ে ২টি উইকেট নেন বিএম আনোয়ার হোসেন। এছাড়া শরিফুল ইসলাম ও বিপুল বিন প্রনয়ের শিকার ১টি করে উইকেট। এর আগে ব্যাটিংয়ে নেমে রানা শেখ ও মঈনুল ইসলাম তন্ময়ের ব্যাটে ৩৮ রানের উদ্বোধনী জুটি পায় শাইনপুকুর। এরপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। রানা করেন ১৩ রান আর তন্ময়ের ব্যাট থেকে আসে ২৫ রান। ৫৬ রানে ৪ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েন নিওন জামান ও সাব্বির। দুজনের ৪০ রানের জুটি ভাঙে নিওনের বিদায়ে। এরপর ১১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে শাইনপুকুর। তবে একপাশ আগলে রেখে লড়াই চালিয়ে যান সাব্বির। কয়েকদিন আগেই সন্দেহজনক আউটের জন্য সাব্বিরকে নিয়ে ফিক্সিংয়ের গুঞ্জন ওঠে। তাকে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট জেরাও করেছে। সেই সাব্বিরই এদিন শাইনপুকুরকে এনে দেন লড়াইয়ের মতো পুঁজি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৯ রানে। ৫৪ বলের ইনিংসে তার ব্যাট থেকে আসে ৫ চার ও ৪ ছক্কা। ব্রাদার্সের হয়ে ৩ উইকেট নেন রাহাতুল ফেরদৌস জাবেদ। এছাড়া সুমন খান ও সালাউদ্দিন শাকিলের শিকার ২টি করে উইকেট।