খেলা
নিষেধাজ্ঞার ভয়, পাকিস্তানকে এশিয়া কাপের ভিসা দিচ্ছে ভারত
স্পোর্টস ডেস্ক
(৮ ঘন্টা আগে) ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ১১:০৯ পূর্বাহ্ন

সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে পাকিস্তানের সব ধরণের সম্পর্ক ছিন্ন করা হয়েছে। তবে খেলার ক্ষেত্রে এ বিষয়টি ভিন্ন। বর্তমান ভারত, পাকিস্তান ভূ-রাজনৈতিক সমস্যার মধ্যেও পাকিস্তানকে এক প্রকার জোর করেই ভিসা দেয়ার প্রক্রিয়ায় আগাচ্ছে ভারত সরকার। এ বছর ছেলেদের হকি এশিয়া কাপ ও জুনিয়র হকি বিশ্বকাপ আয়োজন করবে ভারত। দুটি টুর্নামেন্টে খেলার জন্যই পাকিস্তানের হকি দলকে ভিসা দেয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে তারা।
ভারতের সংবাদমাধ্যম বলছে, একটি নির্দিষ্ট দলকে খেলার সুযোগ না দিলে বিশ্ব হকিতে নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে থাকত ভারত। এতে ভারত সরকার আগামী এক যুগের মধ্যে কমনওয়েলথ গেমস ও অলিম্পিক গেমস আয়োজনের যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, সেটির ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব তৈরি হতো। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, আগস্টের হকি এশিয়া কাপ ও নভেম্বরের জুনিয়র হকি বিশ্বকাপে পাকিস্তান দলের অংশগ্রহণের বিষয়ে অভ্যন্তরীণ অনুমোদন দিয়েছে ভারত সরকার।
সংবাদমাধ্যমটির সূত্র অনুযায়ী, ‘সিদ্ধান্তটি নেয়া হয়েছে অলিম্পিক চার্টারের অনুসরণে যেখানে খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখতে বলা হয়েছে। ভারত যদি হকির দুই টুর্নামেন্টে পাকিস্তান দলের অংশগ্রহণ অনুমোদন দেয়া না হতো তাহলে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) কর্তৃপক্ষের শাস্তির মুখোমুখি হতে হতো ভারতের।’
সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের দুই দলের খেলোয়াড় এবং কোচদের ভিসা অনুমোদন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ভারতের ক্রীড়া মন্ত্রণালয়। হকি ইন্ডিয়ার কর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের দু’টি হকি দলকে ভারতের আসার অনুমতি দেওয়ার কথা এখনো ঘোষণা করা হয়নি।
আগামী ২৭শে আগস্ট থেকে ৭ই সেপ্টেম্বর হকি এশিয়া কাপ অনুষ্ঠিত হবে বিহারের রাজগিরে। আর জুনিয়র বিশ্বকাপ হবে তামিলনাড়ুর মাদুরাইতে, ২৮শে নভেম্বর থেকে ১০ই ডিসেম্বর।