ঢাকা, ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৭ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

উইম্বলডনে রেকর্ড, ফেদেরারকে ছাড়িয়ে সেঞ্চুরির পথে জকোভিচ

স্পোর্টস ডেস্ক

(৬ ঘন্টা আগে) ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ৪:৩১ অপরাহ্ন

mzamin

উইম্বলডন ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা আছে রজার ফেদেরারের। এ টুর্নামেন্টে ৮টি শিরোপা জিতেছিলেন তিনি। ৩৮ বছর বয়সী নোভাক জকোভিচ এবার উইম্বলডনে এসেছেন ফেদেরারের সেই রেকর্ডটি ছোঁয়ার লক্ষ্যে। তবে এর আগেই টেনিস কিংবদন্তি ফেদেরারের একটি রেকর্ড নিজের করে নিলেন জকোভিচ।    
বৃহস্পতিবারের ম্যাচে জয়ের পাশাপাশি জকোভিচ নতুন ইতিহাসও গড়েন। উইম্বলডনে এ নিয়ে ১৯তমবারের মতো তৃতীয় রাউন্ডে উঠলেন তিনি। এর মাধ্যমে ফেদেরারের ১৮ বারের রেকর্ড ছাড়িয়ে গেছেন জকোভিচ। সাত বারের চ্যাম্পিয়ন এবং টানা ছয় আসরে ফাইনাল খেলা জকোভিচ এবারও অল ইংল্যান্ড ক্লাবে আরেকটি দারুণ অভিযানের আভাস দিচ্ছেন।    
উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে চলতি বছরের সবচেয়ে সেরা ফর্মে থাকা সার্বিয়ান তারকা স্বাগতিক ড্যান এভানসকে হারিয়ে দারুণ জয় তুলে নেন  জকোভিচ। ৬-৩, ৬-২, ৬-০ গেমে সরাসরি সেটে ম্যাচটি জেতেন তিনি।  ম্যাচের শুরু থেকেই দারুণ সার্ভ করেছেন জকোভিচ। পঞ্চম গেমে ব্রেকের সুযোগ তৈরি করলেও তখন এভানস দু’টি ব্রেক পয়েন্ট বাঁচান। এরপরও এক পর্যায়ে এভানসের ডাবল ফল্টের সুযোগে জকোভিচ লিড নেন। ‘জোকার’ প্রথম সেট জেতার পর থেকেই ম্যাচটা একপেশে হয়ে পড়ে।  বিশ্ব র্যা ঙ্কিংয়ের ছয় নম্বরে থাকা জকোভিচ পরে এভানসকে দাঁড়াতেই দেননি। এদিনের সম্পূর্ণ ম্যাচে মাত্র ৯টি সার্ভ পয়েন্ট হারান জকোভিজ। ৪৬টি উইনার শট খেলেছেন আর করেছেন মাত্র ১৪টি আনফোর্সড ইরর। শেষ সেট তো জিতেছেন ৬-০ তে।  
সামনে আরেকটি ইতিহাসের দ্বারপ্রান্তে আছেন জকোভিচ। তৃতীয় রাউন্ডে জিতলে এটি হবে উইম্বলডনে তার ১০০তম জয়। তখন ফেদেরারের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে দুইটি গ্র্যান্ড স্ল্যামে ১০০টির বেশি ম্যাচ জয়ের রেকর্ড হবে জকোভিজের।  তবে ফেদেরারের রেকর্ড ৮ উইম্বলডন শিরোপা জিততে হলে বেশ কাঠখড় পোড়াতে হবে জকোভিচকে। 
পরবর্তী ম্যাচে সার্বিয়ান প্রতিদ্বন্দ্বী মিওমির কেকমানোভিচের মুখোমুখি হবেন জকোভিচ। এরপর সম্ভাব্য চতুর্থ রাউন্ডে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনোর, কোয়ার্টার ফাইনালে স্বাগতিক তারকা ও বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চার নম্বর জ্যাক ড্রাপার এবং সেমিফাইনালে আবারও বিশ্ব এক নম্বর ইয়ানিক সিনারের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে তার। এরপরও সবকিছু উৎরে গেলে   ইতিহাসের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লড়াইয়ে তাকে দেখা যেতে পারে।  সবকিছু ঠিক থাকলে ফাইনালে দুইবারের টানা চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজের বিপক্ষে খেলতে হবে ৩৮ বছর বয়সী এ তারকাকে।  

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status