ঢাকা, ৫ জুলাই ২০২৫, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৮ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

বার্সেলোনাকে ‘ধোঁকা’ দিয়ে বিলবাওয়ে থেকে গেলেন নিকো উইলিয়ামস

স্পোর্টস ডেস্ক

(৮ ঘন্টা আগে) ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ৫:৫৭ অপরাহ্ন

mzamin

নিকো উইলিয়ামসের বার্সেলোনায় যোগ দেওয়াটা গত কয়েকদিনে স্রেফ সময়ের ব্যাপার মনে হচ্ছিল। স্পেনের একাধিক নির্ভরযোগ্য সংবাদমাধ্যম ও সাংবাদিকরা জানাচ্ছিলেন নিকো বার্সেলোনায় যোগ দিতে উন্মুখ হয়ে আছেন। বার্সেলোনাও তাকে দলে নিতে চেষ্টা চালাচ্ছিল। তবে শেষ পর্যন্ত বার্সা নয় বর্তমান ক্লাব অ্যাটলেটিকো বিলবাওয়ের সঙ্গে ২০৩৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন নিকো। এতে তাকে ধোঁকাবাজ বলছেন বার্সা সমর্থকরা। 
২২ বছর বয়সী নিকো উইলিয়ামসের সঙ্গে নতুন চুক্তির কথা এক বিবৃতিতে জানিয়েছে বিলবাও। তারা আরও জানিয়েছে, তার আগের রিলিজ ক্লজ ৫০ শতাংশ বাড়ানো হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগের রিলিজ ক্লজ ছিল প্রায় ৬ কোটি ২০ লাখ ইউরো।
বার্সেলোনার ক্রীড়া পরিচালক ডেকো সম্প্রতি বলেছিলেন, তাদের দলে যোগ দিতে উইলিয়ামস ‘তীব্র ইচ্ছা’ প্রকাশ করেছেন। ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা বলেছিলেন, তারা এই খেলোয়াড়ের রিলিজ ক্লজ দিতে প্রস্তুত। কিন্তু নাটকীয়ভাবে বদলে গেল চিত্র।
চুক্তির পর নিকো বললেন, হৃদয়ের ডাক শুনেছেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হৃদয়ের কথা শোনা। আমি যেখানে থাকতে চাই, সেখানেই আছি, আমার লোকেদের সঙ্গে। এটাই আমার বাড়ি।’
বিলবাওয়ের এক্সে নিকোর চুক্তি নবায়নের পোস্টে তাকে ধুয়ে দিয়েছেন বার্সা সমর্থকরা। জোসেফ গ্রে নামের একজন লিখেন, ‘তুমি ধোঁকাবাজ নিকো! তুমি এতদিন যা করেছো এটা ঠিক করোনি।’ ফার্ডিনেন্ড লিখেন, ‘এটা বার্সেলোনার জন্য বিব্রতকর। তুমি আমাদের ধোঁকা দিয়েছো।’ অনেকে এই প্রসঙ্গে বার্সেলোনার কিংবদন্তী ফুটবলার ইয়োহান ক্রুইফের বিখ্যাত মন্তব্য, ‘তোমার যদি বার্সেলোনায় খেলা নিয়ে নুন্যতম সন্দেহ থাকা তাহলে তোমার জায়গা এখানে নয়’ তুলে ধরছেন। 
২০২১ সালে বিলবাওয়ে মূল দলে অভিষেকের পর এখন পর্যন্ত ১৬৭ ম্যাচে ৩১টি গোল করেছেন তিনি। স্পেন জাতীয় দলের হয়ে ২৮ ম্যাচে তার গোল ৬টি। ২০২৪ ইউরো জয়ে তার ছিল উল্লেখযোগ্য অবদান।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status