ঢাকা, ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি শুরু ৩১শে মে

স্পোর্টস রিপোর্টার
২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

বাংলাদেশ ফুটবল দল আগামী ১০ই জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের হোম ম্যাচ খেলবে। এই ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি শুরু হবে আগামী ৩১শে মে। এমনটাই জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের প্রস্তুতি নিশ্চিত করতে ছুটি কাটিয়ে  গতকাল ঢাকায় ফিরছেন জাতীয় দলের হেড কোচ হাভিয়ের কাবরেরা। সিঙ্গাপুর ম্যাচের আগে ঢাকায় অন্তত একটি ফিফা ফ্রেন্ডলি খেলতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে ৪০টিরও বেশি দেশকে চিঠি দিয়েছে বাফুফে। সম্ভাব্য প্রতিপক্ষ খুঁজে বের করার কাজ চলছে পুরোদমে। বিষয়টি নিশ্চিত করে বাফুফে সদস্য ইকবাল হোসেন বলেন, ‘যেহেতু আমাদের হোম ভেন্যু, আমরা এডভান্টেজটা নিতে চাচ্ছি। আমাদের হোমে একটা দলকে খেলাতে পারি। এরমধ্যে আমরা অনেক দেশের সাথে যোগাযোগ করেছি, সবাই আশ্বস্ত করছে।’ মালয়েশিয়া বাংলাদেশের সঙ্গে খেলতে আগ্রহ দেখালেও তারা নিজেদের মাঠে খেলার প্রস্তাব দিয়েছে, যেটি বাংলাদেশ মেনে নেয়নি। ইকবাল হোসেন এ প্রসঙ্গে বলেন, ‘আমরা মালয়েশিয়ার সাথে খেলার চেষ্টা করেছি, কিন্তু ওরা আমাদের আমন্ত্রণ জানিয়েছে। ওদেরও হোম ম্যাচ আছে ১০ তারিখ। আমরা চাচ্ছি আমাদের দেশে এনে ম্যাচ খেলতে।’ জাতীয় দলের সামগ্রিক প্রস্তুতি ও ম্যাচ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ২৪ এপ্রিল অনুষ্ঠিতব্য জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির বৈঠকে। সেই সভায় কোচ কাবরেরার পরিকল্পনাও মূল্যায়ন করা হবে। 

ইকবাল হোসেন বলেন, ‘সবকিছু ২৪ তারিখে মিটিং রয়েছে, এই মিটিংয়ের পর জানা যাবে এবং কোচের কী সিদ্ধান্ত, কোচ যেহেতু আসছে, তার পরিকল্পনায় কি আছে তা আমরা দেখবো।’ বাংলাদেশ দলের জন্য এ ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি এশিয়ান কাপ বাছাইপর্বে পয়েন্ট অর্জনের বড় সুযোগ। সমর্থকদের প্রত্যাশা, হোম মাঠে খেলে দলের আত্মবিশ্বাস বাড়বে এবং ফলাফলে তার প্রতিফলন ঘটবে। এই ম্যাচকে সামনে রেখে হামজা চৌধুরীর পাশাপাশি আরেক বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ ফুটবলার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টা করছে বাফুফে। প্রক্রিয়ার মধ্যে আছেন কানাডিয়ান লীগের তারকা সামিত সোমও। তাকেও ১০ই জুন লাল-সবুজের জার্সিতে অভিষেক ঘটাতে চাইছে বাংলাদেশ। 
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status