ঢাকা, ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

কিংসের প্রতিশোধ নাকি আবাহনীর ধারাবাহিকতা

স্পোর্টস রিপোর্টার
২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
mzamin

শুধুমাত্র দেশি ফুটবলারদের নিয়ে মৌসুম শুরু করলেও আবাহনীতে ফিরেছেন তাদের পুরানো দুই বিদেশি। রাফায়েল আগুস্তোর ফেরা ছিল আবাহনীর জন্য বড় শক্তি। অন্যদিকে ইনজুরিতে ধুঁকছে বসুন্ধরা কিংস। ধুঁকতে থাকা কিংসকে কোয়ালিফায়ারে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনাল নিশ্চিত করে আবাহনী। পরে কোয়ালিফায়ার টু’তে রহমতগঞ্জকে হারিয়ে ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংসও। আজ ফেডারেশন কাপে শিরোপা লড়াইয়ে আবারও মুখোমুখি এই দুই দল। ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বিকাল পৌনে ৩টায় মুখোমুখি হবে দল দুটি।

ফেডারেশন কাপে সর্বাধিক ২০ বার ফাইনাল খেলা আবাহনী শিরোপাও জিতেছে সর্বাধিক ১২ বার। অন্যদিকে আগমনের এক দশকে ৩ বার ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। রানার্স আপ হয়েছে ১ বার। ২০১৮ সালে প্রথমবার ফেডারেশন কাপের ফাইনালে খেলে চমক দেখায় তারা। তবে সেবার ঢাকা আবাহনীর কাছে ৩-১ গোলে হেরে রানার্স আপ হয় দলটি। পরের আসরে (২০১৯-২০) ফাইনালে রহমতগঞ্জকে হারিয়ে প্রথমবার টুর্নামেন্টটির শিরোপার স্বাদ পায় বসুন্ধরা। ২০২০-২১ মৌসুমে টানা দ্বিতীয় শিরোপা জিতে নিজেদের আধিপত্য বজায় রাখে দলটি।  পরের মৌসুমে ফেডারেশন কাপে অংশ নেয়নি কিংস। সেবার শিরোপা জিতে আবাহনী। পরের মৌসুমে ফেডারেশন কাপে খেললেও ফাইনালে নাম লেখাতে পারেনি বসুন্ধরা। শিরোপা লড়াইটা হয়েছিল দুই চীরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে। যে লড়াইয়ে জিতে শিরোপা জিতে নেয় মোহামেডান। এরপর ২০২৩-২৪ মৌসুমের ফাইনালে মোহামেডানকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করে কিংস। প্রায় ৬ বছর পর আবারও ফাইনালে মুখোমুখি হচ্ছে আবাহনী-বসুন্ধরা। তবে এবারের ফেডারেশনকাপে এরই মধ্যে একবার দেখা হয়েছে এই দুই দলের। কোয়ালিফায়ার-১এ এই আবাহনীর কাছে টাইব্রেকারে হারে বসুন্ধরা। তাই একদিকে হারের প্রতিশোধ অন্যদিকে শিরোপা ধরে রাখার মিশন বসুন্ধরার। অন্যদিকে এক মৌসুম পর শিরোপা পুনরুদ্ধারের সুযোগ মিলছে আবাহনীর। এমন সুযোগ কোনভাবেই হাতছাড়া করতে চান না দলটির কোচ মারুফুল হক। তিনি বলেন,‘ আমরা আজ (গতকাল) দুপুরে ময়মনসিংহে এসে পৌছেছি। দুপুরে অনুশীলন করেছে দল। আমার দলের সকলে সুস্থ আছে। তবে কার্ড সমস্যার কারণে বাবুলকে পাচ্ছি না আমরা। তারপরেও আমি চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে পুরাপুরি আশাবাদি। যদিও বসুন্ধরা শক্তিশালী একটি দল। তাদেরতো আর বলে কয়ে হারানো যায়না। তারপরেও আমি বলতি পারি। কারণ দুই বিদেশি যোগ দেয়াতে আমাদের শক্তি বৃদ্ধি পেয়েছে। এছাড়া শেষ দুটি ম্যাচে আমরা তাদের হারিয়েছি। তাছাড়া সকল প্লেয়ারদের যে ডেডিকেশন দেখেছি, তা আমাকে আত্মবিশ্বাসী করেছে’। এদিকে কিংসের কোচ ভ্যালেরি তিতে মানছেন মানসিকভাবে এগিয়ে থেকেই এই ম্যাচে মাঠে নামবে আবাহনী। এর কারণ ব্যাখ্যা করে তিতে বলেন. ‘তারা আমাদের বিপক্ষে শেষ দুটি ম্যাচ জিতেছে। স্বাভাবিক ভাবেই তারা মানসিক ভাবে এগিয়ে থাকবে। যদিও আমরা ম্যাচ দুটিতে আধিপত্য বিস্তার করেছি, কিন্তু ফলাফল তাদের পক্ষে গেছে। দুই সপ্তাহ আগে ফেডারেশন কাপের কোয়ালিফায়ারে আমরা পেনাল্টিতে হেরেছি। ওই ম্যাচে ১০ জনের দলের বিপক্ষে আমরা ১-০তে এগিয়ে থেকেও ম্যাচ হেরেছি। তবে আজ ফাইনাল। এটা নতুন ম্যাচ, আমরা নতুন করে প্রস্তুতি নিয়ে মাঠে নামবো। আগামীকাল (আজ) উভয় দলের জন্যই একটি কঠিন ম্যাচ হবে, আমি আশা করি এবার জয় আমাদের। আমি আশা করি আমার খেলোয়াড়রা প্রমাণ করবে। এবং আমি নিশ্চিত যে তারা এই ট্রফির জন্য সর্বস্ব ত্যাগ করবে।’
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status