খেলা
নাহিদ রানাকে নিয়ে উইলিয়ামস
‘দুনিয়ায় শুধু একজনই জোরে বল করে না, আমরা প্রস্তুত’
স্পোর্টস রিপোর্টার
১৯ এপ্রিল ২০২৫, শনিবার
অভিষেকের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে গতি নিয়ে আলোচনায় আছেন নাহিদ রানা। প্রতি সিরিজেই প্রতিপক্ষের অন্যতম চিন্তার কারণ এখন তিনি। আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের আগেও আলোচনায় নাহিদ রানা। তবে বাংলাদেশের এই পেসারকে নিয়ে মাথা ব্যাথা নেই জিম্বাবুয়ের। এমনটাই দাবি দলটির অলরাউন্ডার শন উইলিয়ামসের। গতকাল সিলেটে উইলিয়ামস বলেন, ‘বিশ্বে শুধু নাহিদ একাই জোরে বল করেন না। আমরা প্রস্তুত।’
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন শন উইলিয়ামস। সেখানে নাহিদ রানাকে নিয়ে প্রশ্ন করা হলে উত্তর দিতে গিয়ে কিছুটা তাচ্ছিল্যও করেন তিনি। উইলিয়ামস বলেন, ‘এখনকার দিনে অনেক বোলারই আছে দ্রুতগতিতে বল করতে পারে। দুনিয়ায় শুধু একজনই জোরে বল করে না। আমরা এটার জন্য প্রস্তুত। আমাদের কাছে বোলিং মেশিন আছে, যা মানুষের চেয়ে দ্রুতগতিতে বল করে।’ ১৫ই এপ্রিল ঢাকায় পা রেখে পরদিনই সিলেটে চলে যায় জিম্বাবুয়ে দল। দুই টেস্টের সিরিজের আগে এমনিতেই কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না দলটা, তার ওপর অনুশীলনে বৃষ্টির ওই বাধা। গতকালও বৃষ্টির কারণে অনুশীলন শুরু হয় দেরিতে। শুরু হওয়ার পর আবার মাঝপথে হানা দেয় বৃষ্টি। ব্যাটুবল নিয়ে দৌড়ে ড্রেসিংরুমে ফিরতে হয় জিম্বাবুয়ের ক্রিকেটারদের। বৃষ্টির বাধায় এরপর আর অনুশীলনই করতে পারেনি তারা। টেস্ট শুরুর দুদিন আগেও অনুশীলনে বাধা এলেও বৃষ্টি উপভোগ করছেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা। উইলিয়ামস বলেন, ‘বৃষ্টিটা খুব উপভোগ করেছি গতকাল। অনুশীলনের সময় বৃষ্টি হওয়ায় ভালো হয়েছে। কারণ, আপনি যদি পূর্বাভাস দেখেন, খেলার মধ্যে বৃষ্টি আসার সম্ভাবনা আছে। আমাদের এটার ভেতর অনুশীলন করার ও প্রস্তুতি নেওয়ার সুযোগ হয়েছে।’ প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট এই রোডেশিয়ান অলরাউন্ডার। তিনি বলেন, ‘আমার মনে হয় আমাদের প্রস্তুতি বেশ ভালো হয়েছে। জিম্বাবুয়েতে আমরা গেমটাইম পেয়েছি অনেক। সেখানে পেসাররা বেশ ভালো করেছে। দলের মানসিক অবস্থা এবং পরিবেশ দারুণ। দুর্দান্ত যাচ্ছে সবকিছু।’
২০১৮ সালে সিলেটেই বাংলাদেশকে টেস্টে হারায় জিম্বাবুয়ে। এবার অবশ্য উইকেটটা ভিন্ন লাগছে উইলিয়ামসের কাছে। তবে তার আশা উইকেট পেসারদের সহায়তা করবে। উইলিয়ামস বলেন, ‘পিচ কিছুটা ভিন্ন লাগছে এবার। আগেরবার লো-স্লো এবং স্পিন সহায়ক মনে হয়েছিল। এবার ঘাস বেশি, পেস সহায়ক। পরিসংখ্যান বলছে এখানে প্রায় ৮০ শতাংশ সময়ে পিচ পেস সহায়ক থাকে। ফলে এবারও তাই থাকবে। আমাদের কিছু স্কিড বোলার আছে, ভালো দক্ষ বোলার আছে, ব্লেসিং (মুজারাবানি), ভিক্টর (নিয়াউচি) ও (ট্রেভর) গুয়ান্দু আছে। আশা করি ভালো লড়াই হবে।’