ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

নাহিদ রানাকে খোঁচার জবাবে শান্তর হুংকার

স্পোর্টস ডেস্ক

(৬ ঘন্টা আগে) ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৪:১৭ অপরাহ্ন

mzamin

বাংলাদেশ সফরে এসে নাহিদ রানাকে খোঁচা মেরে ইতিমধ্যে শিরোনাম হয়েছেন শন উইলিয়ামস। এখন পর্যন্ত বাংলাদেশি এই পেসারের বিপক্ষে কোনো সংস্করণেই খেলেননি তিনি। উইলিয়ামসকে সেই খোঁচার জবাবটা ভালোভাবেই দিয়ে রাখলেন টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত।
সংবাদ সম্মেলনে আজ শান্ত বলে রাখলেন যে নাহিদ রানা কেমন বোলার, সেটা মাঠে গেলেই বুঝতে পারবে সফরকারীরা। উইলিয়ামসের খোঁচার প্রশ্নের উত্তরে শান্ত বলেন, ‘কালকে ম্যাচে ও যখন বল করবে আর প্রতিপক্ষ যখন ব্যাটিং করবে, তখন ব্যাটসম্যানদের শারীরিক ভঙ্গি দেখলেই বুঝতে পারবেন যে নাহিদ কতটা ব্যতিক্রম।’ আগের দিন সংবাদ সম্মেলনে উইলিয়ামস পরোক্ষভাবে বলেন যে, নাহিদ রানার গতি জিম্বাবুয়ের জন্য চিন্তার কারণ নয়। তিনি বলেন, ‘বর্তমান সময়ে অনেক বোলারই আছে যারা দ্রুতগতিতে বল করতে পারে। দুনিয়ায় শুধু একজনই জোরে বল করে না। আমরা এটির জন্য প্রস্তুত। আমাদের কাছে বোলিং মেশিনও আছে, যা মানুষের চেয়ে দ্রুতগতিতে বল করে।’ জিম্বাবুয়ে টেস্টকে সামনে রেখে নাহিদের প্রতি দলের বার্তা জানতে চাওয়া হলে সে ব্যাপারে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ওকে অনেক আগে থেকেই আমি চিনি। যখন ও কিছুই খেলেনি, একাডেমিতে অনুশীলন করত তখন থেকেই চিনি। তখন থেকে এখন পর্যন্ত একটি বার্তাই দেয়া হয়েছে, ও যেন ১৪০-এর বেশি গতিতে বল করে। এখন পর্যন্ত বার্তা পরিষ্কার। আশা করি কালকে যদি ও খেলে, ১৪০ কিলোমিটারের চেয়ে বেশি জোরে বল করবে।’ দলটা জিম্বাবুয়ে দেখেই বারবার উঠে আসছে ‘ছোট দল’ প্রসঙ্গ। তবে এমন কিছু মনে করেন না ২৬ বছর বয়সী শান্ত। তিনি বলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা আসলে একেকটা বল বাই বল চিন্তা করি যে কীভাবে ওই বলটার সঙ্গে লড়াই করে জিততে পারি। প্রতিপক্ষ যে দলই হোক, আমি একটু আগে যেটা বললাম যে আমরা জিম্বাবুয়ের সঙ্গে যেভাবে খেলবো সেই মন মানসিকতা, সেই শরীরী ভাষা, সেই চিন্তাভাবনাটা যেন সাউথ আফ্রিকার দলের সঙ্গেও থাকে বা আরেকটা বড় দলের সঙ্গেও থাকে।’
আগামীকাল সিলেটে শুরু হবে দুই টেস্ট ম্যাচ সিরিজের প্রথমটি। দ্বিতীয়টি শুরু হবে ২৮শে এপ্রিল, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান চৌধুরি স্টেডিয়ামে। 
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status