খেলা
ইংল্যান্ডের পর চ্যাম্পিয়নস লীগে এবার স্পেনের সুখবর
স্পোর্টস ডেস্ক
(৯ ঘন্টা আগে) ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ১:২৭ অপরাহ্ন

নতুন আঙ্গিকের চ্যাম্পিয়নস লীগে এবার সুখবর পেলো স্পেন। ইংলিশ প্রিমিয়ার লীগের মতো স্প্যানিশ লা লিগা থেকেও আগামী মৌসুমে অংশগ্রহণ করবে পাঁচ দল। বৃহস্পতিবার ইউরোপা লীগ থেকে লাৎসিওর বিদায় ও অ্যাথলেটিক বিলবাওয়ের জয়ের পর উয়েফা কোএফিশিয়েন্ট র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত হলে এই আনন্দবার্তা পায় স্প্যানিশরা।
চ্যাম্পিয়নস লীগের নতুন কাঠামোতে ৩৬ দলের অংশগ্রহণ নিশ্চিত করতে গত বছর থেকেই ইউরোপিয়ান পারফর্মেন্স স্পট (ইপিএস) চালু করে উয়েফা। চ্যাম্পিয়নস লীগ, ইউরোপা লীগ ও কনফারেন্স লীগে দলগুলোর পারফর্মেন্সের ভিত্তিতে দু’টি দেশের লীগকে ইপিএস দেয়া হয়। এতে করে প্রিমিয়ার লীগের পর লা লিগাও এই ইপিএস পাওয়াতে নিশ্চিত হয়েছে আগামী মৌসুমে পাঁচ দলের খেলা। ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে চলতি মৌসুমে এই সুযোগ পেয়েছে ইতালি ও জার্মানি। ইতিলিয়ান সিরি আ ও জার্মান বুন্ডেসলিগায় পঞ্চম হয়েও এবার চ্যাম্পিয়নস লীগে অংশ নিয়েছে যথাক্রমে বোলোনিয়া ও বরুশিয়া ডর্টমুন্ড।
গত ৮ই এপ্রিল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে ৩-০ গোলে জেতে আর্সেনাল। এতে করে নিশ্চিত হয় ইংল্যান্ডের কোএফিশিয়েন্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে দুইয়ে থাকা।
মূলত এর হিসেব করা হয় ক্লাবগুলোর পারফর্মেন্সের ওপর ভিত্তি করে। ইউরোপের প্রতিযোগিতায় প্রতিটি জয়ের জন্য ২ ও ড্রয়ের জন্য যোগ হয় ১ পয়েন্ট। চ্যাম্পিয়নস লীগের দলগুলোর জন্য রয়েছে বোনাসের ব্যবস্থা। একটি দেশের সবক’টি ক্লাবের পাওয়া পয়েন্ট যোগ করে ক্লাবগুলোর সংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যায় এই কোএফিশিয়েন্ট পয়েন্ট।
স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দলের সঙ্গে পঞ্চম দলের ভালোই ব্যবধান রয়েছে। শনিবার ম্যাচডে’র আগ পর্যন্ত ৩০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে পঞ্চম ভিয়ারিয়াল। এক ম্যাচ বেশি খেলা রিয়াল বেতিস ৪৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ। বেতিসের সমানসংখ্যক ম্যাচে ৪৩ পয়েন্টে সপ্তম সেল্টা ভিগো। অন্যদিকে প্রিমিয়ার লীগের লড়াইটা তুলনামূলক বেশি হাড্ডাহাড্ডি। সমানসংখ্যক ৩২ ম্যাচে ৫৫ পয়েন্টে পাঁচে ম্যানচেস্টার সিটি, এক পয়েন্ট কমে ছয়ে চেলসি ও ব্লুজদের সমানসংখ্যক পয়েন্টে সাতে অ্যাস্টন ভিলা। ইউরোপা লীগের চলতি আসরে যদি ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা টটেনহ্যাম হটস্পার চ্যাম্পিয়নস হয়, তবে আগামীবার চ্যাম্পিয়নস লীগে দেখা যাবে ইংল্যান্ডের ছয় দলকে। ইতিমধ্যে প্রতিযোগিতাটির সেমিফাইনাল নিশ্চিত করেছে এই দুই ইংলিশ জায়ান্ট ক্লাব।