খেলা
বিশ্বকাপের লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পুঁজি ১৭৮ রান
স্পোর্টস ডেস্ক
(৮ ঘন্টা আগে) ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ২:২৮ অপরাহ্ন

আজ পাকিস্তানের বিপক্ষে জিতলেই বিশ্বকাপ নিশ্চিত করবে বাংলাদেশ। এমন সহজ সমীকরণে লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে আগে ব্যাট করে বড় পুঁজি পায়নি টাইগ্রেসরা। নির্ধারিত ওভারে ৯ উইকেটে নিগার সুলতানা জ্যোতির দলের সংগ্রহ ১৭৮ রান।
বাছাইপর্বের আগের চার ম্যাচের তিনটিতেই দুইশ’ ছাড়ানো পুঁজি করে বাংলাদেশ। এর মধ্যে স্কটল্যান্ডের সঙ্গে ২৭৬ রান করে ওয়ানডেতে গড়েছে নিজেদের দলীয় সর্বোচ্চ। তবে আজ আগে ব্যাট করে তেমন কিছু করতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। ক্রিজে এসে নিয়মিত বিরতিতে উইকেট বিলিয়েছে দল। ৭৬ বলে ব্যক্তিগত সর্বোচ্চ ৪৮ রান করেছেন পাঁচে নামা রিতু মনি। ৫৩ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন সাতে নামা ফাহিমা খাতুন। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন সাদিয়া ইকবাল। পাকিস্তানের বিপক্ষে এ ম্যাচে হারলেও বিশ্বকাপের মূলপর্বে ওঠার সুযোগ থাকছে বাংলাদেশের। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে আজ বিকাল ৩টায় শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ আর থাইল্যান্ডের মধ্যকার ম্যাচের দিকে।