খেলা
ব্রাজিল কিংবা রিয়াল মাদ্রিদে আগ্রহী নন ক্লপ
স্পোর্টস ডেস্ক
(১০ ঘন্টা আগে) ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ১২:১৩ অপরাহ্ন

বেশ কিছুদিন ধরে জোর গুঞ্জন চলছে ইয়ুর্গেন ক্লপের কোচিংয়ে ফেরা নিয়ে। সম্ভাব্য গন্তব্য হিসেবে উঠে এসেছে ব্রাজিল জাতীয় দল আর স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের নাম। তবে সেসব উড়িয়ে দিয়ে এই কিংবদন্তি জার্মান কোচের এজেন্ট মার্ক কোসিকে জানালেন, এখনই কোচিংয়ে ফিরতে আগ্রহী নন ক্লপ।
এই কানাঘুষা মূলত শুরু হয় সেলেসাওদের কোচ দরিভাল জুনিয়র বরখাস্ত হবার পরপর। সেই পালে জোর হাওয়া লাগে কার্লো আনচেলোত্তির অধীনে অল হোয়াইটদের পারফর্মেন্সের টানাপোড়েনে। গত মৌসুমে লিভারপুলের দায়িত্ব থেকে অব্যাহতি নেন ক্লপ। তারপর থেকে এখন পর্যন্ত অন্য কোনো ক্লাবের ডাগআউটে দেখা যায়নি এই ৫৭ বছর বয়সী জার্মানকে। গত অক্টোবরে তিনি দায়িত্ব নেন রেড বুল লাইপজিগের গ্লোবাল সকার প্রধানের। জানুয়ারিতে শুরু করেন এই নতুন অধ্যায়। সম্প্রতি ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল-এর এক প্রতিবেদনে বলা হয়, রেড বুলে ক্লপ খুশি নন এবং তিনি রিয়াল মাদ্রিদ অথবা ব্রাজিলের দায়িত্ব নিয়ে কোচিং ক্যারিয়ারে ফিরতে আগ্রহী। গত মাসে দরিভালের চাকরি যাওয়া ও চ্যাম্পিয়নস লীগ থেকে রিয়াল মাদ্রিদের বিদায়, সবকিছু মিলে ক্লপের কোচিংয়ে ফেরার গুঞ্জনের পালে জোর হাওয়াই দিচ্ছে। কিন্তু শুক্রবার স্কাই জার্মানির সঙ্গে এক সাক্ষাৎকারে সেসবকিছু উড়িয়ে দিয়েছেন ক্লপের এজেন্ট।
মার্ক কোসিকে এ প্রসঙ্গে বলেন, ‘ইউরোপের শীর্ষ ক্লাব ও কিছু ফেডারেশন থেকে ক্লপের বিষয়ে যে ক্রমাগত অনুসন্ধান চলছে, তা আমি বুঝতে পারছি। তবে আগামী মৌসুমে প্রধান কোচের দায়িত্ব নেয়ার কোনো ইচ্ছা তার নেই। এমনকি রিয়াল মাদ্রিদ অথবা ব্রাজিল জাতীয় দলেরও নয়।’ তিনি যোগ করেন, ‘রেড বুলের গ্লোবাল ডিরেক্টরের ভূমিকায় ইয়ুর্গেন খুশি এবং সেখানে তার চুক্তি আছে। তাই আর কিছু বলার নেই।’ একই দিনে লাইপজিগের কোচ সল্ট ল বলেন তিনি কখনওই চিন্তা করতে পারেন না যে ক্লপ ‘রিয়াল মাদ্রিদে যাচ্ছেন’। সল্ট যোগ করেন যে ক্লপ তার ‘বর্তমান চাকরিতে খুবই খুশি’। ক্লপের প্রশংসায় তিনি আরও বলেন, ‘সে দেখিয়েছে যে কীভাবে ৪০, ৫০, ৬০ জন মানুষের একটি দলকে, একটি ক্লাবকে একত্রে আনা যায় এবং নিজের সঙ্গে নিয়ে চলা যায়।’