খেলা
ঢাকা স্টেডিয়াম পরিদর্শনে সন্তুষ্ট সিঙ্গাপুরের ম্যানেজার
স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০২৫, শনিবার
আগামী ১০ই জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে নতুন করে সংস্কার হচ্ছে ঢাকা স্টেডিয়াম। সংস্কারের পর এই মাঠেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও সিঙ্গাপুরের ম্যাচ। ম্যাচটি মাঠে গড়ানোর দেড় মাস আগে তাই সিঙ্গাপুর ফুটবল দলের ম্যানেজার এসেছিলেন স্টেডিয়ামের অবস্থা দেখতে। বৃহস্পতিবার স্টেডিয়ামে ঘুরেফিরে সবকিছু দেখা শেষে সিঙ্গাপুরের ম্যানেজার তার আশাবাদ ব্যক্ত করেন। সিঙ্গাপুর ফুটবল দলের ম্যানেজার এরিক অং বলেন, ‘আশা করছি, খুব সুন্দর একটা স্টেডিয়াম হতে যাচ্ছে। এখানে প্রথম ম্যাচটা আমরাই খেলবো।’ দীর্ঘ সময় ধরে চলা সংস্কারের শেষ পর্যায়ে এসে গ্যালারিতে নতুন চেয়ার শোভা পাচ্ছে। বসানো হয়েছে নতুন ফ্লাড লাইট। ড্রেসিংরুমেও এসেছে নতুনত্ব। ড্রেসিংরুম দেখার পর এরিক জানতে চান, ম্যাসাজ টেবিল ও বৈদ্যুতিক লাইন দেয়া হবে কী না। সম্পূর্ণ কাজ শেষে ভালো একটা মাঠ দেখার আশায় রয়েছেন এরিক। সিঙ্গাপুরের মাঠের সঙ্গে এই মাঠের তুলনা করতে গিয়ে এরিক বলেন, ‘এখানকার সুযোগ-সুবিধাগুলো অন্যরকম। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খেলার মাঠ, যেখানে দুই দলই ভালো ম্যাচ খেলার চেষ্টা করবে। মাঠ নিয়ে মন্তব্য করাটাও ঠিক হবে না। কারণ স্টেডিয়ামের কাজ এখনো শেষ হয়নি। কাজ যখন শেষ হবে, তখন একটা ভালো মাঠ হবে বলে আশা করি।’ এদিকে আগামী ১০ই জুনের মধ্যে মাঠ প্রস্তুত হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন ছাইদ হাসান কানন। বাফুফে সদস্য কানন বলেন, ‘এখনও কোনও কিছু শেষ হয়নি। মে মাসের প্রথম সপ্তাহে আমরা স্টেডিয়াম বুঝে পাবো। তখন সব কাজই শেষ হয়ে যাবে।
১০ তারিখের আগে মাঠ প্রস্তুত হয়ে যাবে। সবকিছু দেখে এরিককে খুশিই মনে হয়েছে।’