ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

টানা চার জয়ে বিশ্বকাপের টিকিট পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০২৫, শনিবার
mzamin

কোয়ালিফায়ার টুর্নামেন্টে টানা চার জয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট কাটলো পাকিস্তান। বৃহস্পতিবার থাইল্যান্ডকে ৮৭ রানের বড় ব্যবধানে হারায় পাকিস্তান নারী ক্রিকেট দল। এতে আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় নারী ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত হয় তাদের। ছয় দলের বাছাইপর্বে এটি ছিল স্বাগতিক পাকিস্তানের চতুর্থ জয়। এর আগে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারায় তারা। 
লাহোরে এদিন শুরুতে ব্যাট করে স্বাগতিক পাকিস্তান ৬ উইকেটে সংগ্রহ করে ২০৫ রান। দলটির হয়ে তিনে নামা সিদ্রা আমিন ১০৫ বলে ৮০ রানের ইনিংস খেলেন। ফাতিমা সানা করেন ৫৯ বলে ৬২ রান। আর থাইল্যান্ড থামে দলীয় ১১৮ রানে। পাকিস্তানের রামিন শামিম, ফাতেমা সানা ও নাশরা সানধু নেন তিনটি করে উইকেট। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট শিকারের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার কুড়ান পাকিস্তানের পেস তারকা ও অধিনায়ক ফাতিমা সানা।  
ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে আট দল অংশ নেবে। এর মধ্যে ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। তারা হলো স্বাগতিক ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। 
বাছাইপর্ব থেকে দুটি দল যাবে বিশ্বকাপে। এর মধ্যে পাকিস্তানের বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেল। বাকি একটি জায়গার লড়াইয়ে আছে বাংলাদেশ, ওয়েষ্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। বাছাইয়ে শেষ ম্যাচে শনিবার সকালে মুখোমুখি হবে বাংলাদেশ এবং পাকিস্তান। বাছাইয়ে চার ম্যাচে তিনটি জয় বাংলাদেশের। থাইল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের পর নিজেদের সর্বশেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডজের কাছে হেরে যায় নিগার সুরতানা জ্যোতির দল।   শেষ দিনে আরেক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ থাইল্যান্ডের মুখোমুখি হবে। ওয়েস্ট ইন্ডিজ বড় ব্যবধানে জিতলে এবং পাকিস্তানের কাছে বাংলাদেশ হারলে নেট রান রেটের প্যাচে পড়ে যাবে বাংলাদেশ। একইভাবে আয়ারল্যান্ডকে যদি স্কটল্যান্ড হারিয়ে দেয় তারাও বিশ্বকাপে খেলার শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে। এই তিন দলের মধ্যে থেকে পয়েন্টে এগিয়ে থেকে নয়তো নেট রান রেটের হিসাবে একটি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status