ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

ফ্লোরিডা ইউনিভার্সিটিতে এলোপাতাড়ি গুলি চালালো ছাত্র, নিহত ২

মানবজমিন ডিজিটাল

(১ দিন আগে) ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১১:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

mzamin

আমেরিকায় ফের বন্দুকধারীর হানা। এবার ফ্লোরিডার স্টেট ইউনিভার্সিটিতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালালো  ২০ বছরের শিক্ষার্থী । ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৬। ঘটনার আকস্মিকতায় রীতিমতো চমকে যায় ফ্লোরিডা প্রশাসন। দ্রুত বিশ্ববিদ্যালয় চত্বর এবং সংলগ্ন এলাকায় জারি করা হয় লকডাউন। জরুরি সতর্কতাও জারি করে ফ্লোরিডা পুলিশ। হামলাকারী ওই ছাত্রকে গুলি করে পুলিশ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, চিকিৎসা চলছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। 

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম ফিনিক্স ইকনার। বয়স ২০। তিনি নিজেই ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির ছাত্র এবং লিওন কাউন্টি শেরিফের দফতরের একজন ডেপুটি শেরিফের ছেলে। এমনকি তিনি Leon County Sheriff's Office Youth Advisory Council-এর সদস্যও ছিলেন। ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির পুলিশ জানিয়েছে, ইকনার তার মায়ের লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র ব্যবহার করেই এই হামলা চালান। ঘটনাস্থল থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। এছাড়াও তার কাছে একটি শটগান পাওয়া গেছে, যদিও তা তিনি ব্যবহার করেছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

নিউ ইয়র্ক টাইমস-এর খবরে জানা যায়, কিছু প্রত্যক্ষদর্শী বলেছেন, প্রথমে ইকনার একটি রাইফেল ধরনের অস্ত্র ব্যবহার করেন, তারপর সেটি ফেলে পিস্তল দিয়ে গুলি চালাতে থাকেন।ঘটনার পরপরই ৪৪ হাজারেরও বেশি ছাত্রছাত্রীর এই ক্যাম্পাসে জরুরি লকডাউন জারি করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করে, 'দয়া করে সব দরজা-জানালা বন্ধ করুন এবং নিরাপদ আশ্রয়ে থাকুন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে।' 

একাধিক বার বিশ্ববিদ্যালয় থেকে সতর্কবার্তা পাঠানো হয়, যাতে কেউ ক্যাম্পাসে না আসেন এবং সবাই ঘরের মধ্যে থাকেন। সেইদিনের সমস্ত ক্লাস ও অনুষ্ঠান বাতিল করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যারা ক্যাম্পাসে আসেননি, তাদের স্পষ্টভাবে জানানো হয় ক্যাম্পাস থেকে দূরে থাকতে। জরুরি অবস্থায় যোগাযোগের জন্য ৯১১ বা বিশ্ববিদ্যালয়ের পুলিশের সঙ্গে যোগাযোগ করার নির্দেশও দেওয়া হয়।

দ্বিতীয় বর্ষের ছাত্রী পাউলা মালডোনাডো এবিসি নিউজকে বলেছেন, তিনি ছাত্র ইউনিয়নের কাছে ক্লাসে ছিলেন। ঠিক তখনই বাইরে চিৎকারের শব্দ শুনতে পান। পাউলা বলছেন, এরপরই,  বিপদঘন্টা বেজে ওঠে। আমার ক্লাসের সবাই দ্রুত আলো নিভিয়ে দিই,  ক্লাসরুমে  লুকিয়ে পড়ি।

ঠিক কী কারণে হঠাৎ কুড়ি বছরের ওই ছাত্র  বিশ্ববিদ্যালয় চত্বরে হামলা চালালেন, সেটা স্পষ্ট নয়। এর নেপথ্যে কোনও ধরনের প্ররোচনা কাজ করছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনা আরও একবার আমেরিকার অস্ত্র আইন নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। ২০০৭ সালে ভার্জিনিয়া টেকে ঘটা ভয়াবহ হত্যাযজ্ঞে ৩২ জন নিহত হয়েছিলেন। ২০২৩ সালেও দুটি বড় কলেজ শ্যুটিংয়ের ঘটনা ঘটে। একটি মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে, ৩ জন ছাত্র নিহত হন। অপরটি ইউনিভার্সিটি অফ নেভাডা, লাস ভেগাসে, যেখানে ৩ জন অধ্যাপক প্রাণ হারান। স্কুলগুলোতেও এ ঘটনা নতুন নয়।

সূত্র : এবিসি নিউজ

পাঠকের মতামত

মগজ ধোলাই করা হয়েছে।

samsulislam
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১২:১০ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status