ভারত
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বড় উদ্যোগ ভারতীয় রেলের, দূরপাল্লার ট্রেনের কামরায় বসছে এটিএম
মানবজমিন ডিজিটাল
(৩ দিন আগে) ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

প্রথমবারের মতো ভারতীয় রেলওয়ে ট্রেনের ভেতরে চালু করলো এটিএম পরিষেবা। ট্রেনের মধ্যে যাত্রীদের নগদ টাকার প্রয়োজনীয়তাকে মাথায় রেখে পরীক্ষামূলকভাবে মুম্বই-মানমাদগামী পঞ্চবটি এক্সপ্রেসের কামরায় বসানো হয়েছে একটি এটিএম মেশিন। একটি বেসরকারি ব্যাংক কর্তৃক প্রদত্ত এটিএমটি একটি শীতাতপ নিয়ন্ত্রিত কোচের মধ্যে স্থাপন করা হয়েছে। কোচের পেছনের দিকে একটি ছোট কিউবিকেলে এটি স্থাপন করা হয়েছে, যেখানে আগে একটি অস্থায়ী প্যান্ট্রি ছিল। ট্রেন চলাচলের সময় এটিএমটিকে সুরক্ষিত রাখতে এবং পরিচালনা করা সহজ করার জন্য, কিউবিকেলটিতে একটি শাটার দরজা রাখা রয়েছে। এই পাইলট প্রোগ্রামটি দূরপাল্লার ট্রেনগুলোর যাত্রীদের কাছে নগদ উত্তোলনের সুবিধা পৌঁছে দেবার লক্ষ্যে এবং পরীক্ষাটি সফল হলে ভবিষ্যতে অনুরূপ পরিষেবার পথ প্রশস্ত করতে পারে বলে জানিয়েছে ভারতীয় রেল। পিটিআই-এর প্রতিবেদন অনুসারে, মধ্য রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা স্বপ্নীল নীলা বলেছেন, পঞ্চবটি এক্সপ্রেসে পরীক্ষামূলকভাবে এটিএমটি স্থাপন করা হয়েছে। এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে, কর্মকর্তারা একটি বিস্তৃত এনএফআর (নিউ ফ্রন্টিয়ার রেলওয়ে) পরিকল্পনায় অন্যান্য ট্রেনেও এই সুবিধাটি আনার কথা ভাবছেন।'
এটিএম স্থাপনের জন্য, মানমাদ রেলওয়ে ওয়ার্কশপে কোচটি পরিবর্তন করা হয়েছিল। রেলওয়ে কর্তৃপক্ষ এখন এটিএমের কর্মক্ষমতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যাতে পুরো রুটে নেটওয়ার্ক সংযোগ স্থিতিশীল থাকে, যাতে যাত্রীরা কোনও সমস্যা ছাড়াই নগদ টাকা তুলতে পারেন। পঞ্চবটি এক্সপ্রেস হলো মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সিএসএমটি) এবং নাসিকের মানমাদ জংশনের মধ্যে প্রতিদিন চলাচলকারী একটি ট্রেন। মোট ভ্রমণ সময়কাল প্রায় ৪ ঘন্টা ৩৫ মিনিট।
উল্লেখ্য, কিছু স্টেশনে এতদিন এটিএমের সুবিধা থাকলেও দূরপাল্লার ট্রেনে যাত্রীদের নগদের সমস্যায় পড়ার ঘটনা নতুন নয়। এদিকে বড় জংশন স্টেশন ছাড়া সেভাবে এটিএম মেলাও ভার। ফলে ট্রেনের মধ্যে বিপদে পড়লে যাত্রীদের ট্রেন থেকে নেমে স্টেশন বা সংলগ্ন জায়গায় গিয়ে এটিএম থেকে টাকা তুলতে হয়। এক্ষেত্রে ট্রেন ছেড়ে যাওয়ার ঝুঁকিও থাকে। তাছাড়া স্টেশনের এটিএমে বেশিরভাগ সময়েই লাইন থাকার ফলে কয়েক মিনিটের ব্যবধানে টাকা তোলা কঠিন হয়ে পড়ে। যাত্রীদের এই সমস্যার কথা মাথায় রেখেই এবার ট্রেনে এটিএম বসানোর পরিকল্পনা রেলের।
সূত্র : ইন্ডিয়া টুডে