অনলাইন
গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদ
নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা
স্টাফ রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৮ পূর্বাহ্ন

গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদ জানিয়ে র্যালির জন্য রাজধানীর নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকাল ৪টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হওয়ার কথা রয়েছে।
র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে শান্তিনগর, মৌচাক ও মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে। কর্মসূচিকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা।
ফিলিস্তিনের পতাকা হাতে, মাথায় ফিতা বেঁধে ও নানা রকম প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে জড়ো হচ্ছেন তারা। এ সময় ‘গাজা হত্যাযজ্ঞ বন্ধ করো’, ‘ফিলিস্তিনের পক্ষে, বর্বরতার বিরুদ্ধে’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।
পাঠকের মতামত
র্যালি চলাকালীন সময়ে বিএনপির নেতা-কর্মীদের অবশ্যই খেয়াল রাখিতে হবে আওয়ামী স্বৈরাচারের দোসরা র্যালিতে অংশ নিয়ে যেন কোনো দোকানপাট ভাংচুর ও লুটপাট করতে না পারে।