অনলাইন
ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্ট পরিস্থিতি বদলে যাক, তা চাই না
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১ দিন আগে) ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন
ওয়াকফ আইন নিয়ে মামলার শুনানির সময়
ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, আইনে কিছু ভাল দিক অবশ্যই রয়েছে। তবে পরিস্থিতি বদলে যাক, তা চাই না। বৃহষ্পতিবার মামলার দ্বিতীয় দিনের শুনানিতে সুপ্রিম কোর্ট এক নির্দেশে বলেছেন, ১৯৯৫ সালের আইনে নথিভুক্ত ওয়াকফ সম্পত্তিতে কোনও বদল ঘটানো যাবে না। পাশাপাশি, নিয়োগ করা যাবে না ওয়াকফ বোর্ড বা পর্ষদেও।
নতুন ওয়াকফ আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে ৭২ জন ব্যক্তি ও সংগঠনের করা মামলায় সুপ্রিম কোর্ট এদিন এ নিয়ে ভারত সরকারকে সাত দিনের মধ্যে নিজেদের বক্তব্য জানাতে বলেছে।
পরবর্তী শুনানির পর্যন্ত ওয়াকফ বোর্ড এবং পর্ষদে নিয়োগ করা যাবে না বলেও জানিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।
আদালত সুত্রে জানা গিয়েছে, ওয়াকফ মামলার পরবর্তী শুনানি আগামী ৫ মে। ওই দিনে প্রয়োজনে কোনও নির্দেশ দেওয়া হলেও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধান বিচারপতি।