অনলাইন
‘ভারতে রয়েছে ২৫০০ রাজনৈতিক দল', মোদির মন্তব্যে হতবাক ঘানার সাংসদরা
মানবজমিন ডিজিটাল
(৮ ঘন্টা আগে) ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ১১:০২ পূর্বাহ্ন

পাঁচ দেশের সফরে বেড়িয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার প্রথম গন্তব্য ছিল ঘানা, পশ্চিম আফ্রিকার একটি দেশ যার ভারতের সাথে গভীর সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রীকে ঘানার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান - 'অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অফ ঘানা' প্রদান করা হয়। প্রধানমন্ত্রী ঘানার সংসদেও ভাষণ দেন, যেখানে তিনি ভারত সম্পর্কে এমন একটি তথ্য শেয়ার করেন যা শুনে সেখানকার সাংসদ সদস্যরা হতবাক হয়ে যান। প্রধানমন্ত্রী তার ভাষণে ভারতের বৈচিত্র্য এবং গণতন্ত্রের বিশালতা তুলে ধরেন। মোদি বলেন , ভারতে ২,৫০০টি রাজনৈতিক দল রয়েছে। ২২টি সরকারি ভাষা এবং হাজার হাজার উপভাষা রয়েছে যা ভারতীয় গণতন্ত্রের শক্তি এবং স্বতন্ত্রতা ব্যাখ্যা করে।
প্রধানমন্ত্রী ভারতীয় সংস্কৃতি সম্পর্কে কথা বলতে বৈশালী এবং ঋগ্বেদের কথাও উল্লেখ করেন, ব্যাখ্যা করেন যে কেন ভারতে আসা প্রতিটি অতিথিকে খোলা মনে স্বাগত জানানো হয়। তার ভাষণে, প্রধানমন্ত্রী আরও বলেন যে, একটি শক্তিশালী ভারত আরও স্থিতিশীল ও সমৃদ্ধ বিশ্বে অবদান রাখবে। তিনি পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী শাসনব্যবস্থায় বিশ্বাসযোগ্য এবং কার্যকর সংস্কারের উপর জোর দিয়েছেন। ভারতকে দ্রুততম ক্রমবর্ধমান উদীয়মান অর্থনীতি উল্লেখ করে মোদি বলেন যে, স্থিতিশীল রাজনীতি এবং প্রশাসনের ভিত্তিতে ভারত শীঘ্রই তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে
প্রধানমন্ত্রী মোদি জোর দিয়ে বলেন যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বব্যবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে। মোদির কথায় , 'প্রযুক্তির বিপ্লব, গ্লোবাল সাউথের উত্থান এবং পরিবর্তনশীল জনসংখ্যার চিত্র ভারতের গতিশীলতায় অবদান রাখছে। ' ঘানা থেকে, প্রধানমন্ত্রী মোদি দুই দিনের সফরে ত্রিনিদাদ ও টোবাগো যাবেন। তার সফরের তৃতীয় পর্যায়ে, মোদি ৪ থেকে ৫ জুলাই আর্জেন্টিনা সফর করবেন।তার সফরের চতুর্থ পর্যায়ে, প্রধানমন্ত্রী ১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য ব্রাজিল যাবেন । তার সফরের শেষ পর্যায়ে, তিনি নামিবিয়া যাবেন।
সূত্র : এনডিটিভি
পাঠকের মতামত
মোদী এক গ্রেট চাপাবাজ।
ওনাদের দেশে যত দল যত মত থাকুক না কেন তাতে ওনাদের কোন সমস্যা নেই। ওনাদের যত সমস্যা মুসলমানদের নিয়ে মুসলমানদের গায়ে যত দূর্গন্ধ।
কোথাও পাত্তা না পাইলে তো ওটাই শেষ ঠিকানা