অনলাইন
মুরাদনগরে ধর্ষণ
ভাইকে শায়েস্তা করতে নির্যাতন ও ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়া হয়: র্যাব
অনলাইন ডেস্ক
(৮ ঘন্টা আগে) ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ২:৩৭ অপরাহ্ন

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের ঘটনার মূল আসামি ফজর আলীকে শায়েস্তা করতে তার ছোটভাই শাহ পরাণই সেদিন মব তৈরির পরিকল্পনা সাজিয়েছিলেন বলে জানিয়েছে র্যাব। শুক্রবার ঢাকার কাওরানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে তারা ভিকটিমকে উত্যক্ত করছিল। দুই ভাই একজনের পেছনে ছুটছে, সেখান থেকে দ্বন্দ্ব। সেখান থেকে একটা গ্রাম্য সালিশ। সেই সালিশে ফজর আলী কর্তৃক হেনস্থার শিকার হয় শাহ পরাণ। সেটারই প্রতিফলন ওদিনের মবের ঘটনা। ফজর আলী ৫০ হাজার টাকা ধার দিয়েছে, মাঝে মাঝে টাকা আদায় করার জন্য ভিকটিমের বাসায় যেত। সে অনুযায়ী মবটা প্ল্যান করে শাহ পরাণ। সে একটা মেসেজ দেয় ইমোর মাধ্যমে, মেসেজটা আমাদের কাছে আছে। ওই মেসেজে বলা হয়েছিল ওইদিন যাবে তোমরা কি তাকে এরকম করতে চাও কি-না। যাকে মেসেজটা দেয়া হয়েছে, তাকে এখনও গ্রেপ্তার করা যায়নি, এ কারণে তার নাম-পরিচয় র্যাব প্রকাশ করেনি।
শাহ পরাণের রাজনৈতিক পরিচয় জানতে চাইলে র্যাব কর্মকর্তা সাজ্জাদ বলেন, সে সিএনজি চালিত অটোরিকশা চালক। তবে তার রাজনৈতিক সংশ্লিষ্টতা পাইনি। ভিডিওটা কে করেছিল এবং কে ছড়িয়ে দিয়েছিল জানতে চাইলে সাজ্জাদ বলেন, আমরা এটা নিয়ে কাজ করছি। এখনও কয়েকজন গ্রেপ্তারের বাকি আছে।