অনলাইন
নতুন রাজনৈতিক দল গঠন করবেন জেরেমি করবিন
আরিফ মাহফুজ, লন্ডন থেকে
(৬ ঘন্টা আগে) ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ৮:০৯ অপরাহ্ন

নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন লেবার পার্টির সাবেক সর্বোচ্চ নেতা জেরেমি করবিন। গত কয়েকদিন যাবৎ এমন আলোচনা চলছে বৃটিশ রাজনীতিতে। করবিনের নতুন রাজনৈতিক দল গঠনের বিষয় পরিষ্কারভাবে সামনে নিয়ে আসলেন সদ্য পদত্যাগ করা লেবার এমপি জারা সুলতানা। জেরেমি করবিনের সাথে নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যেই লেবার পার্টি থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন কভেন্ট্রি সাউথের এমপি জারা সুলতানা। এর আগে বৃহস্পতিবার সকালে আইটিভির অনুষ্ঠানে জেরেমি করবিন বলেন, আগামী সাধারণ নির্বাচনের আগে বামপন্থি স্বাধীন এমপিদের নিয়ে একটি বিকল্প রাজনৈতিক শক্তি গঠনের আলোচনা চলছে। সরাসরি দল গঠনের প্রশ্নে করবিন বলেন, এই গোষ্ঠী একত্রিত হবে। একটি বিকল্প শক্তি আসছে। করবিন বলেন, নতুন দলটি দারিদ্র্য, বৈষম্য এবং শান্তিনির্ভর পররাষ্ট্রনীতির ভিত্তিতে গঠিত হবে। নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, আমি কাজ করতে এসেছি, জনগণের সেবা করতে, যেমনটা সবসময় করে এসেছি। আমরা অ্যালায়েন্স গ্রুপ হিসেবে গত এক বছর সংসদে একসঙ্গে কাজ করেছি, এবং এখন আমাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে।
পদত্যাগের পর জারা এক্স-এ দেয়া বিবৃতিতে লেখেন, আমি লেবার পার্টি থেকে পদত্যাগ করছি। জেরেমি করবিন ও আমি দেশের বিভিন্ন প্রান্তের স্বাধীন এমপি, আন্দোলনকারী ও কর্মীদের সঙ্গে নতুন একটি দল গঠনের নেতৃত্ব দেব।
এক্স-এ তিনি আরো লেখেন, ওয়েস্টমিনস্টার পদ্ধতি ভেঙে পড়েছে, তবে প্রকৃত সংকট আরও গভীর। দুই-দলীয় ব্যবস্থায় কেবল ধ্বংসপ্রবণতা ও ভঙ্গ প্রতিশ্রুতি ছাড়া আর কিছু নেই।
গত বছর দুই-সন্তান বেনিফিট ক্যাপ বাতিলের পক্ষে ভোট দেয়ায় লেবার পার্টি তার হুইপ প্রত্যাহার করে নেয়। ৪ লাখ শিশুকে দারিদ্র্য থেকে মুক্ত করার জন্য আমি সেই ভোট আবারও দিতাম। আমি পেনশনভোগীদের শীতকালীন জ্বালানি সহায়তা বাতিলের বিরোধিতা করেছিলাম,আমি আবারও করতাম। এখন সরকার প্রতিবন্ধীদের উপর চাপ সৃষ্টি করতে চায়, শুধু সিদ্ধান্ত নিতে পারছে না কতটা চাপ দেবে। তিনি জনগণকে এই নতুন উদ্যোগে যোগ দেওয়ার আহ্বান জানান।
করবিন নেতৃত্বাধীন ‘ইন্ডিপেন্ডেন্ট অ্যালায়েন্স’-এ আরও চারজন এমপি রয়েছেন, লেস্টার সাউথের শোকাত আদম, বার্মিংহাম পেরি বারের আয়ুব খান, ব্ল্যাকবার্নের আদনান হুসেইন এবং ডিউসবুরি ও ব্যাটলির ইকবাল মোহাম্মদ। এই পাঁচজনই গাজা ইস্যুতে লেবার পার্টির অবস্থানের বিরোধিতা করে নির্বাচনে জয়ী হয়েছেন।
এই জোটের সংসদে সদস্য সংখ্যা এখন রিফর্ম ইউকে ও ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির সমান এবং গ্রিন পার্টি ও প্লেইড কামরির চেয়েও বেশি। করবিনের নেতৃত্বাধীন নতুন দলটি সম্পূর্ণ কট্টর -বামপন্থী দল হিসেবে আত্নপ্রকাশ করবে বলে জানা গেছে।