ঢাকা, ৫ জুলাই ২০২৫, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৮ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

ফরিদপুরে এ কে আজাদের বাড়িতে হামলার ঘটনায় সাইফুল হকের নিন্দা

স্টাফ রিপোর্টার

(৬ ঘন্টা আগে) ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ৮:২০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

mzamin

ফরিদপুরে হা-মীম গ্রুপের কর্ণধার এ কে আজাদের বাড়িতে হামলা, পটিয়া ও পাটগ্রাম থানায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের হামলা ও আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যে যুক্তিতে ফরিদপুরে এ কে আজাদের বাড়িতে বিএনপির নেতাকর্মীরা চড়াও হয়েছে তা উদ্ভট ও হাস্যকর। এ কে আজাদের বাড়িতে আওয়ামী লীগের গোপন মিটিংয়ের ধুয়ো তুলে বাড়িতে চড়াও হওয়া সন্ত্রাসী তৎপরতা ছাড়া আর কিছু নয়। আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনে একইরকম অভিযোগ তুলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপিসহ বিরোধী দলসমূহের নেতাকর্মীদের বাড়ি হামলা করত।

সাইফুল হক বলেন, বিএনপির নেতাকর্মীদের পুলিশি ভূমিকায় আবির্ভূত হওয়ার কোনও অবকাশ নেই। এই ধারা চলতে দিলে বিদ্যমান সামাজিক নৈরাজ্য দ্রুত রাজনৈতিক নৈরাজ্যের চেহারা নেবে।
তিনি বলেন, পটিয়া ও পাটগ্রাম থানায় বিএনপির পরিচয়ে যারা হামলা, ভাঙচুর চালিয়ে আসামিদের ছিনিয়ে নিয়েছে রাজনৈতিক পরিচয় দিয়ে। এসব সন্ত্রাসী তৎপরতা বিবেচনা করা যাবে না। মব সন্ত্রাসের কথা বলেও এসব তৎপরতা আড়াল করা যাবে না।

তিনি ক্ষোভের সঙ্গে উল্লেখ করেন, গত এগারো মাসে মব জাস্টিসের নামে অসংখ্য সন্ত্রাসী ঘটনা ঘটানো হয়েছে। অনেকগুলো ঘটনার সঙ্গে সরকারের মধ্যকার নানা অংশের ইন্ধন যোগানোর গুরুতর অভিযোগ রয়েছে। ছাত্র-শ্রমিক-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের বর্ষপূর্তীতে দেশজুড়ে এই ধরনের সন্ত্রাসী নৈরাজ্যিক তৎপরতা কোনওভাবেই বরদাস্ত করা যাবে না।

তিনি অবিলম্বে এইসব হামলা আক্রমণের ঘটনায় অভিযুক্তদের দলীয় পরিচয় বিবেচনায় না নিয়ে তাদের গ্রেপ্তার, কঠোর ব্যবস্থা ও আইনানুগ বিচার দাবি করেছেন। একইসঙ্গে তিনি মব সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ জোরদার করারও আহ্বান জানান। 
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status