ঢাকা, ৫ জুলাই ২০২৫, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৮ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

রংপুরের সমাবেশে ডা. শফিকুর রহমান

এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন কল্পনাও করা যায় না

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে

(৬ ঘন্টা আগে) ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ৭:৩৬ অপরাহ্ন

mzamin

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সারা বাংলাদেশকে পাটগ্রাম বানিয়ে ফেলছে একদল। পাটগ্রামে কি হয়েছে দেশবাসী দেখেছে। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন কল্পনাও করা যায় না। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার প্রয়োজন। আমরা মৌলিক সংস্কারও আদায় করে ছাড়ব, সুষ্ঠু নির্বাচনও আদায় করে ছাড়ব। কেউ যদি ফ্যাসিবাদী আমলের মতো নির্বাচন করতে চান এটা দুঃস্বপ্নে রূপান্তরিত করব। 

শুক্রবার রংপুর জিলা স্কুল মাঠে জামায়াতে ইসলামীর বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রংপুর মহানগরী ও জেলা জামায়াত এ জনসভার আয়োজন করে। এসময় শফিকুর রহমান আরও বলেন, পত্রিকার পাতা খুললেই বীভৎস কিছু মানুষের থাবা দেখতে পাচ্ছি। আমার মায়ের ইজ্জতের উপর, মানুষের জীবনের উপর এই থাবা দেখছি। নিজের লোককেও খুন করতে কুণ্ঠাবোধ করছে না। 
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার রাজনৈতিক শিষ্ঠাচার জানতো না। জানতো না বলেই তারা বিদায় নিয়েছে। একই অপকর্ম যদি আবার কেউ করে এর চাইতেও ভয়ংকর হবে। আমরা এমন একটা সমাজ চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না। সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। 
 

পাঠকের মতামত

এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। তারেক রহমানের সাথে মিটিং করে এত জলদি নির্বাচনের আভাস দেওয়া মোটেই ঠিক হয়নি। এখনও তো জামাতের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়নি। সুতরাং এই পরিবেশে মোটেই নির্বাচন হতে পারেনা।

আজিজুল হক
৪ জুলাই ২০২৫, শুক্রবার, ৯:৫৪ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status