অনলাইন
ভারতের সঙ্গে ১০ বছরের প্রতিরক্ষা সংক্রান্ত রূপরেখা তৈরিতে সম্মতি আমেরিকার!
মানবজমিন ডিজিটাল
(৮ ঘন্টা আগে) ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ২:১২ অপরাহ্ন

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার জন্য প্রতিরক্ষা খাতে ১০ বছরের একটি রূপরেখা তৈরিতে সম্মত হয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং তার আমেরিকান প্রতিপক্ষ পিট হেগসেথ। বুধবার (২ জুলাই, ২০২৫) প্রকাশিত পেন্টাগনের এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর ফোনে কথা হয়েছে। এর পর বুধবার একটি বিবৃতি প্রকাশ করে পেন্টাগন। সেখানেই প্রতিরক্ষা চুক্তি নিয়ে উভয় দেশের আগামী দশ বছরে সহযোগিতার সম্মতির কথা উল্লেখ করা হয়েছে।
এছাড়াও বলা হয়েছে, উভয় পক্ষ প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি এবং প্রতিরক্ষা শিল্পে একে অপরকে সহযোগিতা করবে। পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, “পিটার হেগসেথ বলেছেন যে, দক্ষিণ এশিয়ায় ভারতকে প্রধান প্রতিরক্ষা অংশীদার মনে করে আমেরিকা।”
গত ফেব্রুয়ারি মাসে আমেরিকা সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে ট্রাম্পের সঙ্গে তার আলোচনায় স্থান পেয়েছিল প্রতিরক্ষা সংক্রান্ত বোঝাপড়া আরও নিবিড় করার বিষয়টিও। সেই বৈঠকের সূত্র ধরেই এবার আলোচনা আরও এগিয়ে নিয়ে যেতে চাইছে দুই দেশ।
কেন্দ্রের একটি সূত্র মারফত জানা গেছে, রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যাল-এর সঙ্গে মার্কিন সংস্থা জিই অ্যারোস্পেসের চুক্তি দ্রুত রূপায়ণ করার বিষয়ে আমেরিকার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন রাজনাথ। চুক্তি অনুসারে, দুই সংস্থা যৌথভাবে ভারতেই এফ৪১৪ জেট ইঞ্জিন তৈরি করবে। সে ক্ষেত্রে ভারতকে তেজস ১এ যুদ্ধবিমানের জন্য আর আমেরিকা থেকে ইঞ্জিন আমদানির উপর নির্ভর করতে হবে না। তা ছাড়া যৌথ সামরিক মহড়া, সেনা প্রশিক্ষণ নিয়েও দু’জনের কথা হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি। আমেরিকার তরফে বিবৃতিতে আরও বলা হয়েছে, দুই দেশ পরবর্তী ‘ইন্ডিয়া-ইউএস ডিফেন্স অ্যাকসেলারেশন ইকোসিস্টেম সামিট’-এ অংশ নেবে। সেখানে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা ও প্রযুক্তি ও উৎপাদনে নতুন উদ্ভাবনের ওপর জোর দেওয়া হবে।
সূত্র : এনডিটিভি