অনলাইন
৭১-এ গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বললো ঢাকা
স্টাফ রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৭:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বললো ঢাকা। সাধারণ ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা চালিয়ে নিতে একমত হয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন এ কথা বলেন। এর আগে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন।
জসীম উদ্দিন বলেন, বৈঠকে ৭১-এর জন্য ক্ষমা চাওয়ার বিষয় তুলেছে বাংলাদেশ। ভবিষ্যতে এ নিয়ে আলোচনা চালিয়ে যেতে চায় পাকিস্তান। এছাড়া পাওনা ৪ দশমিক ৩২ বিলিয়ন ডলার ফেরত চেয়েছে বাংলাদেশ। এছাড়া আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেয়ারও আহবান জানিয়েছে ঢাকা।
তিনি বলেন, আগামী ২৭শে এপ্রিল ঢাকা আসবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে সামরিক ও প্রতিরক্ষা যোগাযোগ নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়।
পাঠকের মতামত
We want 50 nuclear bombs against compensation for 1971.
বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের নিকট উত্থাপিত তিনটি দাবী যথাক্রমে ১৯৭১ সালে গনহত্যার জন্য ক্ষমা চাওয়া, আটকে পড়া পাকিস্তানীদের ফেরত নেয়া এবং পাওনা ৪•৩২ বিলিয়ন ফেরত অত্যন্ত যৌক্তিক দাবী। এই দাবী গুলো পূরন হলে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হতে আর কোন বাধা থাকে না।
আগস্ট বিপ্লবের পর থেকে যারা বলে আসছিলেন (বিশেষ করে ইন্ডিয়ানরা) বাংলাদেশ পাকিস্তান হয়ে গেছে বা যাচ্ছে বা হবে, তাদের গালে কষে একটা থাপ্পড়ই মারলেন আমাদের সরকার। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টাকে জানাই আন্তরিক অভিনন্দন। পাকিস্তান কী করবে তারাই জানে কিন্তু আমাদের যা বলার তা আমরা বলেছিই। এটাও অনেক বড় ব্যাপার।