ঢাকা, ২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে মাইক ওয়াল্টজকে সরিয়ে দিলেন ট্রাম্প

মানবজমিন ডিজিটাল

(১২ ঘন্টা আগে) ২ মে ২০২৫, শুক্রবার, ১১:২৮ পূর্বাহ্ন

mzamin

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে মাইক ওয়াল্টজকে অপসারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।  যদিও তার পদত্যাগের খবর প্রকাশিত হওয়ার পরপরই ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি ওয়াল্টজকে জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার পরিকল্পনা করছেন। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ওয়াল্টজের ডেপুটি অ্যালেক্স ওং জাতীয় নিরাপত্তা পরিষদে থাকবেন কিনা তা স্পষ্ট ছিল না বলে সূত্রের খবর। প্রেসিডেন্ট একটি সোশ্যাল মিডিয়া পোস্টে আরও বলেছেন যে, অন্তর্বর্তীকালীন সময়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রদূতের ভূমিকার জন্য ওয়াল্টজকে সিনেট দ্বারা অনুমোদনের প্রয়োজন হবে।

ট্রাম্প লিখেছেন, আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে, আমি জাতিসংঘে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মাইক ওয়াল্টজকে মনোনীত করছি। মাঠে ইউনিফর্ম পরা অবস্থায়, কংগ্রেসে এবং আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মাইক ওয়াল্টজ আমাদের জাতির স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন। আমি জানি, তিনি তার নতুন ভূমিকায়ও একইভাবে কাজ করবেন। অন্তর্বর্তীকালীন সময়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন, একই সাথে পররাষ্ট্র দপ্তরে তার শক্তিশালী নেতৃত্ব অব্যাহত রাখবেন।

ওয়াল্টজ এক্স-এ বলেন, ‘প্রেসিডেন্ট  ট্রাম্প এবং আমাদের মহান জাতির প্রতি আমার সেবা অব্যাহত রাখতে পেরে আমি গভীরভাবে সম্মানিত।’ সিবিএস নিউজের একটি সূত্র জানিয়েছে, ওয়াল্টজকে জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার সিদ্ধান্তটি শেষ মুহূর্তে নেয়া হয়। সূত্রগুলো জানিয়েছে, বৃহস্পতিবার সকালেই ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন, তবে এনএসসি থেকে ওয়াল্টজকে সরিয়ে নেয়ার বিষয়ে আগে থেকেই আলোচনা হয়েছিল। একাধিক সূত্র সিবিএস নিউজকে জানিয়েছে, বৃহস্পতিবার রুবিও এবং ওয়াল্টজ ভূমিকা পরিবর্তনের বিষয়ে আলোচনা করার জন্য একটি বৈঠক করেছেন। এমনকি পররাষ্ট্র দপ্তর এবং হোয়াইট হাউসের কিছু সিনিয়র উপদেষ্টার কাছেও স্পষ্ট ছিল না যে রুবিও কখন অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব নেবেন।

সূত্র জানায়, ওয়াল্টজ এনএসসি ছেড়ে চলে যাবেন এই খবর ছড়িয়ে পড়ার আগে ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ক্রিস্টোফার ল্যান্ডাউকে জানানো হয়নি, এবং ওয়াল্টজ চলে যাবেন তা জানত এমন লোকের সংখ্যা খুবই কম ছিল। এই পরিবর্তনের পেছনে বেশ কিছু কারণ ছিল। সূত্র জানায়, হোয়াইট হাউসে মনে করেছিল যে, ওয়াল্টজ এনএসসি কর্মীদের পর্যাপ্তভাবে পরীক্ষা করেননি। সিগন্যাল কেলেঙ্কারির পাশাপাশি  ওয়াল্টজ এবং এনএসসি -এর সিনিয়র টিমের মধ্যে সমন্বয়ের অভাব ছিল। কিন্তু সূত্র জানিয়েছে,  ট্রাম্প ওয়াল্টজকে সম্মান করেন এবং তিনি ওয়াল্টজকে অসম্মানজনকভাবে ক্ষমতাচ্যুত করতে চাননি। বরং তাকে একটি উচ্চ-প্রোফাইল বিশিষ্ট পদ দেওয়ার কথা তিনি ভেবেছেন । 

সাংবাদিক মার্ক হ্যালপেরিন প্রথমে এই পদত্যাগের খবর প্রকাশ করেন। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে রুবিওকে অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগের ব্যাপারে প্রেসিডেন্টের  সিদ্ধান্তের কথা জানতে পারেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। একজন প্রতিবেদকের প্রশ্নের জবাবে ব্রুস বলেন, ‘এটা স্পষ্ট যে, আমি আপনার কাছ থেকেই এই খবরটি প্রথম শুনেছি।’

সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ সুসি ওয়াইলস ওয়াল্টজের বিষয়টি নিয়ে একাধিকবার কথা বলেছেন। প্রসঙ্গত গত মার্চ মাসে, ওয়াল্টজ একটি সিগন্যাল চ্যাট গ্রুপ তৈরি করার পর ভুল করে দ্য আটলান্টিকের সাংবাদিক জেফ্রি গোল্ডবার্গকে সেখানে অন্তর্ভুক্ত করার পর তদন্তের মুখে পড়েন। সেই চ্যাট গ্রুপে তিনি ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনা সম্পর্কে জাতীয় নিরাপত্তা বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনা করেছিলেন। গোল্ডবার্গ সেই কথোপকথনের চ্যাট প্রকাশ করে দেন, যার মধ্যে হামলার সময় ব্যবহৃত অস্ত্র সম্পর্কে বিবরণ ছিল। 

ওয়াল্টজ বন্ধ দরজার আড়ালে রিপোর্টের সত্যতা স্বীকার করার পর, হোয়াইট হাউসের কর্মকর্তারা দ্বিধাবিভক্ত ছিলেন যে, তার পদত্যাগ করা উচিত কিনা। কিন্তু ওয়াল্টজ নিজে কখনও সেই প্রস্তাব দেননি। বরং ট্রাম্প সেই সময়ে তাকে পদত্যাগ করতে বলেননি। জনসমক্ষে,প্রেসিডেন্ট  ওয়াল্টজকে ‘একজন ভালো মানুষ’ বলে উল্লেখ করেছিলেন।

সূত্র : সিবিএস নিউজ

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

‘দ্য উইক’ ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি/ ‘নিয়তির সন্তান’

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status