অনলাইন
মালয়েশিয়ায় কসোভোর দূতাবাস উদ্বোধন, আনোয়ার ইব্রাহিমের উষ্ণ শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া
(১৫ ঘন্টা আগে) ২ মে ২০২৫, শুক্রবার, ২:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন

চায়না ও মালদ্বীপের রাষ্ট্রপতিদের সফরের রেশ কাটতে না কাটতেই এবার মালয়েশিয়ায় পা রেখেছেন ইউরোপের মুসলিম দেশ কসোভোর প্রেসিডেন্ট ভিয়োসা ওসমানি সদ্রিয়ু। চারদিনের সরকারি সফরে এসেই আজ কুয়ালালামপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাচ্ছে কসোভোর প্রথম দূতাবাস।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম এই উপলক্ষে কসোভোর সরকারকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, “এই দূতাবাস দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি এবং পর্যটনের ক্ষেত্রে অভূতপূর্ব সুযোগ সৃষ্টি হবে।”
আজ এক যৌথ সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিমের উদ্ধৃতি দিয়ে দেশটির সরকারি নিউজ এজেন্সি বারনামা জানিয়েছে, “বিশ্বজুড়ে স্বীকৃত মালয়েশিয়ার হালাল মানদণ্ড দুই দেশের মধ্যে হালাল শিল্প ও পণ্যের আদান-প্রদান সহজ করবে। এ খাতে বড় সুযোগ রয়েছে।”
বারনামা আরো জানিয়েছে, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, কসোভোর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ককে কাজে লাগিয়ে মালয়েশিয়া অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে আগ্রহী। শিগগিরই দ্বিপাক্ষিক পরামর্শ প্রক্রিয়া পুনরায় শুরু হবে যাতে বিভিন্ন উন্নয়ন ও বাণিজ্যিক প্রকল্প নির্বিঘ্নে বাস্তবায়িত হয়।
এর আগে, দেশটির পারদানা পুত্রা কমপ্লেক্সে প্রেসিডেন্ট ওসমানিকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। উল্লেখ্য যে, মালয়েশিয়া ছিল প্রথম এশীয় দেশগুলোর মধ্যে একটি যারা ২০০৮ সালের ৩০ অক্টোবর কসোভোর স্বাধীনতাকে স্বীকৃতি দেয়। এরপর ২০১১ সালের ১৮ মার্চ আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠে।
সংবাদ সম্মেলনে আনোয়ার ও ওসমানি ফিলিস্তিন সংকটসহ বৈশ্বিক নানা ইস্যুতে আলোচনা করেন। তারা স্বাধীনতা, মানবাধিকার এবং মানব মর্যাদার প্রতি অটল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই দূতাবাসের উদ্বোধন কসোভো-মালয়েশিয়া সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করল এবং ভবিষ্যতে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।