ঢাকা, ২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

৫ই মে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া

আরিফ মাহফুজ, লন্ডন থেকে

(১২ ঘন্টা আগে) ২ মে ২০২৫, শুক্রবার, ১০:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১:০২ অপরাহ্ন

mzamin

লন্ডনে চিকিৎসা শেষে ৩ মাস ২৫ দিন পর দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সব কিছু ঠিক থাকলে ৪মে লন্ডন থেকে বেগম জিয়াকে বহনকারী উড়োজাহাজ রওনা দেবে এবং ৫ই মে বাংলাদেশে পৌঁছবে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে ফ্লাইটের সময়সূচি এখনো বলা হয়নি। এদিকে চেয়ারপারসনের দেশে ফেরার বিষয়ে জানতে সাংবাদিকদের পক্ষ থেকে টেলিফোন করা হলে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, ৪-৫ মে খালেদা জিয়া দেশে ফিরতে পারেন।  তার সাথে দেশে ফিরবেন দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।

তবে কাতার এয়ারওয়েজের বিশেষায়িত এয়ার এম্বুলেন্স ফিরবেন কিনা বিষয়টি নিশ্চিত করেননি ডাক্তার জাহিদ হোসেন। তিনি বলেছেন, কাতার এয়ারওয়েজের বিশেষায়িত এয়ার এম্বুলেন্স বা বাংলাদেশ বিমানের মধ্যে যেটি আগে পাওয়া যাবে সেটিতেই ফ্লাই করা হবে।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৮ই জানুয়ারি লন্ডনে আসেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লন্ডনের ’দ্য লন্ডন ক্লিনিকে ' প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে ১৮ দিন চিকিৎসা গ্রহণ করেন তিনি। পরবর্তীতে ডাক্তারদের পরামর্শে বেগম জিয়াকে ছেলে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়।

সেখানেও প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্ববধানে চিকিৎসা চলে।  চিকিৎসকের অনুমতিক্রমেই দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন। পুরোপুরি সুস্থ না হলেও উন্নত চিকিৎসা গ্রহণ ও পরিবারের সদস্যদের সান্নিধ্যে থেকে আগের থেকে অনেকটাই সুস্থ আছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

পাঠকের মতামত

সুসংবাদ। রাজনীতিতে ফিরে আসার অবস্থায় আছেন কি না! যদি রাজনীতিতে কিছু দিনের জন‍্যও ফিরতে পারেন, বিএনপি এবং দেশের ভাগ‍্যে কি আসতে পারে, দেখার অপেক্ষায় রইলাম।

Syed Bahar
২ মে ২০২৫, শুক্রবার, ১১:৫০ পূর্বাহ্ন

তার আসার অপেক্ষায় কোটি কোটি ভক্ত অধীর আগ্রহে অপেক্ষামান।

আনোয়ার হোসেন
২ মে ২০২৫, শুক্রবার, ১১:২৪ পূর্বাহ্ন

হে আল্লাহ, তুমি বেগম জিয়াকে নিরাপদে দেশে আসার সুযোগ করে দিও। আমিন।

সিরু
২ মে ২০২৫, শুক্রবার, ১১:১০ পূর্বাহ্ন

আলহামদুলিল্লাহ।

মোহাম্মদ আলী রিফাই
২ মে ২০২৫, শুক্রবার, ১১:০০ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

‘দ্য উইক’ ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি/ ‘নিয়তির সন্তান’

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status