অনলাইন
বিধ্বস্ত বাস-যাত্রীদের আর্তনাদ
বাস চালিয়েই যাচ্ছেন চালক
অনলাইন ডেস্ক
(১ দিন আগে) ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের সমষপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে উড়ে গেছে বরিশাল এক্সপ্রেস নামের একটি বাসের ছাদ। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এদিকে না থামিয়ে ছাদবিহীন বাসটি চালিয়ে নিয়ে যান চালক। পরে জনরোষে বাস থামাতে বাধ্য হন চালক। এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যাতে দেখা যায়, অসহায়, ভীত-সন্ত্রস্ত যাত্রীরা চিৎকার করছেন। এক যাত্রী চলন্ত বাস থেকেই লাফিয়ে পড়েন। কী কারণে বাস থামননি যদিও জানা যায়নি তা।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে শ্রীনগরের সমষপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বাসে থাকা এক যাত্রী গণমাধ্যমকে জানান, বরিশাল এক্সপ্রেস বাসটি বরিশালের উদ্দেশে সায়েদাবাদ থেকে সাড়ে ৮টার দিকে ছেড়ে এলে ঘণ্টাখানেকের পর ঢাকা মাওয়া সড়কে উঠলে প্রথমে একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় সামনে থাকা আরো একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে বাসের ছাদ উড়ে যায়। এর ফলে কয়েকজন আহত হন। তবুও চালক বাস না থামিয়ে এই অবস্থায় বাস চালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতার বাস থামাতে বাধ্য হয় চালক। বাস থামিয়ে চালক পালিয়ে যায়। আমরা গাড়িতে ৬০ জন যাত্রী ছিলাম আল্লাহর রহমতে বেঁচে গেছি।
শ্রীনগর ফায়ার সার্ভিসের দায়িত্বরতা এক্সপ্রেসওয়ের বিভিন্ন জায়গা থেকে আহত আটজনকে উদ্ধার করে। স্টেশনের কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, এর মধ্যে একজনের মাথা ফেটেছে। একজন চলন্ত বাস থেকে লাফিয়ে কোথায় পড়েছেন তার এখনো হদিস পাওয়া যায়নি।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকির হোসেন বলেন, বাসটি থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। চালককে আটকের চেষ্টা চলছে।