অনলাইন
প্রতিশোধ নেয়ার পথে হাঁটবেন না, তা হলে আপনাকে পুরস্কৃত করা হবে: ট্রাম্প
মানবজমিন ডিজিটাল
(১ সপ্তাহ আগে) ১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ২:১৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৮ পূর্বাহ্ন

শুল্ক যুদ্ধে নয়া মোড়। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কমপক্ষে ৯০ দিনের জন্য বেশিরভাগ দেশের উপর তার শুল্ক আরোপ স্থগিত করেছেন। তবে তিনি চীনের উপর চাপ বৃদ্ধি করেছেন। তাদের ওপর কোনো ছাড় থাকছে না, যা বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে উচ্চ-স্তরের দ্বন্দ্বকে আরও বাড়িয়ে তুলেছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জোর দিয়ে বলেছেন, দেশগুলোকে দর কষাকষির টেবিলে আনার জন্যই সাময়িকভাবে এই শুল্ক স্থগিতের সিদ্ধান্ত। এদিকে ট্রাম্প সমস্ত চীনা পণ্যের উপর ১২৫ শতাংশ কর আরোপ করেছেন, অন্যদিকে চীন সমস্ত মার্কিন আমদানির উপর ৮৪ শতাংশ নতুন শুল্ক ঘোষণা করেছে। গত সপ্তাহে দুই দেশ বারবার পরস্পরের বিরুদ্ধে শুল্ক বৃদ্ধির হুমকি দেখিয়েছে। চীনের ওপর শুল্ক আরোপকে উদাহরণ হিসেবে তুলে ধরে হোয়াইট হাউস বাণিজ্যিক অংশীদারদের প্রতি একটি কঠোর বার্তা পাঠিয়েছে, ‘প্রতিশোধ নিতে যাবেন না, তাহলে আপনাকেও পুরস্কৃত করা হবে।’
এই পরিস্থিতিতে অন্য দেশগুলোর উদ্দেশে ট্রাম্পের এই বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বণিকমহলের একাংশের ধারণা, ট্রাম্পের মূল ‘নজর’ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর দিকে। কারণ, তারা ইতিমধ্যেই সয়াবিন, গাড়ি-সহ বেশ কিছু মার্কিন পণ্যে বাড়তি শুল্ক চাপানোর প্রস্তুতি শুরু করেছে।
এদিকে চীন আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে পিছু হটতে অস্বীকৃতি জানিয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা, সিনহুয়া অনুসারে বৃহস্পতিবার দুপুর ১২.০১ মিনিট থেকে মার্কিন আমদানির উপর তাদের ৮৪ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। শুল্ক আরোপের আগে, বেইজিংয়ের বাণিজ্যমন্ত্রী বলেছিলেন, যুক্তরাষ্ট্রের ‘পারস্পরিক শুল্ক সকল দেশের বৈধ স্বার্থের গুরুতর লঙ্ঘন’।
সিনহুয়া'র এক প্রতিবেদন অনুসারে, মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আগেও বলেছিলেন যে, বাণিজ্য যুদ্ধে কেউই জিততে পারবে না। বুধবার ওই কর্মকর্তা বলেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই যে, বাণিজ্য যুদ্ধে কেউই জয়ী হয় না, চীন বাণিজ্য যুদ্ধ চায় না। কিন্তু যখন তার জনগণের বৈধ অধিকার এবং স্বার্থ ক্ষুন্ন হচ্ছে, তখন চীন সরকার কোনওভাবেই চুপ করে বসে থাকবে না।’
এই অস্থিরতার ফলে শেয়ার বাজার থেকে ট্রিলিয়ন ডলার উবে গেছে। ট্রাম্পের নতুন কৌশল অনেক দেশের জন্য স্বস্তির কারণ হলেও, বেইজিং-এর তার কৌশল পরিবর্তন করে পিছু হটার সম্ভাবনা কম। এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের আন্তর্জাতিক নিরাপত্তা ও কূটনীতির ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল রাসেল রয়টার্সকে বলেছেন, ‘চীন তার কৌশল পরিবর্তন করতে চাইবে না, বরং আরো দৃঢ়ভাবে দাঁড়াবে। চাপ সহ্য করবে এবং ট্রাম্পকে তার হাত বাড়াতে দেবে। বেইজিং বিশ্বাস করে যে ট্রাম্প ছাড়কে দুর্বলতা হিসেবে দেখেন, তাই জমি ছেড়ে দেওয়ার অর্থ ট্রাম্পকে আরো সুযোগ দেয়া।’
সূত্র : এনডিটিভি