অনলাইন
গাজায় গণহত্যা
ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে নাম লেখাতে প্রস্তুত ঢাবির সাদা দল
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২০ পূর্বাহ্ন

গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধে নাম লেখাতে প্রস্তুত বলে মন্তব্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। বৃহস্পতিবার গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধের দাবিতে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধনে এ মন্তব্য করে দলটি।
সেখানে বক্তব্য প্রদানকালে ঢাবির মার্কেটিং বিভাগের শিক্ষক ও সাদা দলের আহ্বায়ক প্রফেসর ড. মোর্শেদ হাসান খান এ কথা জানান।
তিন বলেন, ‘ইসরাইলকে সশস্ত্র জবাব দিতে হবে। ইসরাইলের গণহত্যা আন্তর্জাতিক শক্তির নীরব সমর্থন ও মুনাফার রাজনীতি। সারা বিশ্বের সবগুলো দেশকে ঐক্যবদ্ধ থেকে ইসরাইলকে মোকাবিলা করতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে যুদ্ধে নাম লেখাতে আমরা প্রস্তুত আছি। অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করতে হবে।’
বিজ্ঞান অনুষদের ডিন ও সাদা দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ড.আব্দুস সালাম বলেন, ‘আজকে গাজায় যত মানবাধিকার আছে সব লঙ্ঘিত করা হচ্ছে। এর প্রতিবাদ আমাদের করতে হবে। আমি দাবি জানাচ্ছি, স্টপ জেনোসাইড। যুদ্ধ ও গণহত্যা বন্ধ হোক। তবে প্রতিবাদ করতে গিয়ে বাংলাদেশে যেসব ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে তা ঠিক হচ্ছে না। এসবেরও প্রতিবাদ আমরা জানাই।’
এছড়া মানববন্ধনে ঢাবির সাবেক উপাচার্য আ.ফ.ম ইউসুফ হায়দার, আইন অনুষদের ডিন প্রফেসর ড. ইকরামুল হক, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড.জাহাঙ্গীর আলম চৌধুরী ও কলা অনুষদের ডিন প্রফেসর ড.ছিদ্দিকুর রহমান খান বক্তব্য রাখেন।
পাঠকের মতামত
আমার মাথা কোথায় খুজে পাচ্ছিনা!