ঢাকা, ৯ এপ্রিল ২০২৫, বুধবার, ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো নিউজিল্যান্ড

টানা ফাইফারে রেকর্ড সিয়ার্সের

স্পোর্টস ডেস্ক
৬ এপ্রিল ২০২৫, রবিবারmzamin

নিউজিল্যান্ড সফরে শেষ ওয়ানডেতেও হার দেখলো পাকিস্তান। ঘরের মাঠে ৩-০ ব্যবধানে সফরকারীদের হোয়াইটওয়াশ করেছে কিউইরা। শনিবার শেষ ম্যাচেও ৫ উইকেট তুলে নেন বেন সিয়ার্স। এতে করে নিউজিল্যান্ডের প্রথম বোলার হিসেবে টানা দুই ওয়ানডেতে ফাইফারের কীর্তি গড়েছেন এই ডানহাতি পেসার।
মাউন্ট মঙ্গানুইয়ে বৃষ্টির কারণে সিরিজের শেষ ম্যাচটি নেমে আসে ৪২ ওভারে। টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৬৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। রান তাড়ায় ৪০ ওভারে ২২১ রানেই অলআউট হয়ে যায় মোহাম্মদ রিজওয়ানের দল। ৪৩ রানে জিতে যায় আগেই সিরিজ নিজেদের করে নেয়া ব্ল্যাক ক্যাপরা। আগে ব্যাট করতে নেমে দলীয় সংগ্রহের ভিত গড়ে দেন রিস মারিউ। দলের হয়ে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা এই তরুণ ওপেনার আউট হন ব্যক্তিগত ৫৮ রানে। ৪০ বলে ব্যক্তিগত সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস খেলেন অধিনায়ক মিচেল ব্রেসওয়েল। ড্যারিল মিচেল সাজঘরে ফেরেন ব্যক্তিগত ৩১ রানে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন আকিফ জাভেদ। রান তাড়ায় নেমে তৃতীয় ওভারেই ধাক্কা খায় সফরকারী দল। সিঙ্গেল নিতে গিয়ে থ্রোয়ের আঘাতে চোয়ালে ব্যাথা নিয়ে মাঠ ছাড়েন ইমাম উল হক। পরে তার কনকাশন বদলি হিসেবে ক্রিজে আসেন উসমান খান। আগের ম্যাচেও দেখা যায় একই চিত্র। দ্বিতীয় ওয়ানডেতে উসমান চোট পেলে তার জায়গায় কনকাশন বদলি হিসেবে আসেন ইমাম। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলের টানা দুই ম্যাচে ১২ জনের ব্যাটিং করার নজির দেখা যায়নি আগে কখনও। প্রসঙ্গত, পুরো সিরিজেই এই দু’জন খেলেছেন একে অপরের বিপরীতে। প্রথম ওয়ানডের আগে ইমাম চোটে পড়ায় তার জায়গায় একাদশে আসেন উসমান। দলীয় ৭৩ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ৫৬ বলে ৩৩ রান করে আউট হন আবদুল্লাহ শফিক। বাবর আজম ব্যক্তিগত ফিফটি করে ক্যাচ তুলে দেন টিম সাইফার্টের হাতে। পরে অধিনায়ক রিজওয়ান (৩৭) ও তাইয়্যিব তাহির (৩৩) কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে চাইলেও আর লাভ হয়নি। দুই ওভার বাকি থাকতেই গুঁটিয়ে যায় পাকিস্তান। ম্যাচের শেষদিকে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় সৃষ্টি হয় হাস্যরসের । জ্যাকব ডাফি ৩৯তম ওভারের চতুর্থ বলটি করতে পপিং ক্রিজে ঢুকে যান। লাফিয়ে বল ছোড়ার আগমুহূর্তেই নিভে যায়া স্টেডিয়ামের সব ফ্লাডলাইট। ততক্ষণে বল আর ডাফির নিয়ন্ত্রণে নেই। আলো না থাকার কারণে বল কোথা থেকে আসছে তা ঠাওর করতে পারেননি স্ট্রাইকে থাকা তাহির কিংবা উইকেটকিপার কেউই। বল চলে যায় বাউন্ডারির বাইরে। এই ঘটনায় মাঠের গুরুগম্ভীর পরিস্থিতিরও নিবারণ হয় কিছুটা। ৫৯ রানের সঙ্গে হাত ঘুরিয়ে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা ব্রেসওয়েল। আর প্রথম ম্যাচ না খেলেও পরের দুই ম্যাচে ১০ উইকেট নিয়ে সিরিজ সেরা ২৭ বছর বয়সী বেন সিয়ার্স। এর আগে টি-টোয়েন্টি সিরিজেও ৪-১ ব্যবধানে জয় তুলে নেয় স্বাগতিকরা।

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: news@emanabzamin.com
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status