খেলা
তামিমের পর ডিপিএলে এবার অসুস্থ আম্পায়ারও, গেলেন হাসপাতালে
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ৯ এপ্রিল ২০২৫, বুধবার, ২:১৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৫৮ অপরাহ্ন

ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) কিছুদিন আগে মাঠে নেমে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। সেই ধাক্কা কেটে ওঠার আগেই এবার বিকেএসপিতে অসুস্থ হয়ে পড়লেন আম্পায়ার গাজী সোহেল।
বিকেএসপির ৩ নম্বর মাঠে চলছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচ। এই ম্যাচের দায়িত্ব পালন করার কথা ছিল সোহেলের। তবে শারীরিকভাবে ভালো অনুভব না করায় আর মাঠেই নামেননি তিনি। ম্যাচ শুরুর আগে অসুস্থতা বোধ করলে তাকে বিকেএসপির হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার প্রেশার ও পালস চেক করা হয়। প্রেশার স্বাভাবিক থাকলেও পালস কিছুটা বেড়ে যাওয়ায় এমনটা বোধ করছিলেন সোহেল। এখন সুস্থ রয়েছেন তিনি।
আন্তর্জাতিক ম্যাচেও নিয়মিত মাঠে খুঁজে পাওয়া যায় সোহেলকে। এখন পর্যন্ত তিনি ৮ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টিতে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন।