খেলা
শুরুতেই হোঁচট মোহামেডানের, শীর্ষ স্থান মজবুত আবাহনীর
স্পোর্টস রিপোর্টার
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার
ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) সমান ১৮ পয়েন্ট নিয়ে সুপার লীগ পর্ব শুরু করে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। কিন্তু সুপার লীগের প্রথম দিনেই হেরে গেছে মোহামেডান ও গাজী গ্রুপ। একই দিনে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়ে শীর্ষ স্থান মজবুত করলো আবাহনী। মোহামেডান-গাজী গ্রুপের হারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার পথ সুগম হলো।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল সুপার লীগের বৃষ্টিবিঘ্নিত প্রথম রাউন্ডে মোহামেডানকে ৯ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। একই দিনে অগ্রণী ব্যাংকের বিপক্ষে আবাহনীর জয় ৪ উইকেটে। আর গাজী গ্রুপকে ৩ উইকেটে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। এই রাউন্ড শেষে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রাখলো আবাহনী। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। ১৭ পয়েন্ট নিয়ে গাজীকে চার নম্বরে নামিয়ে তিনে উঠে এসেছে গুলশান। ১৫ পয়েন্ট নিয়ে পাঁচে উঠেছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। ছয়ে নেমে গেছে অগ্রণী ব্যাংক।
অসুস্থতার কারণে নিয়মিত অধিনায়ক তামিম ইকবালকে ছাড়াই খেলতে হচ্ছে মোহামেডানকে। আর নিষেধাজ্ঞার কারণে মোহামেডানের একাদশে ছিলেন না ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়ও। রাউন্ড রবিন লীগ পর্বের শেষ ম্যাচে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে এবং পরে বেফাঁস মন্তব্যের কারণে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পোহাচ্ছেন হৃদয়। আগের দিন জানা গিয়েছিল তামিম-হৃদয়ের অবর্তমানে মোহামেডান দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন অভিজ্ঞ তারকা মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু আদতে দেখা যায় ভিন্ন চিত্র। গতকাল মোহামেডানের জার্সি গায়ে টস করতে যান ওপেনার রনি তালুকদার। তবে টস ভাগ্য অনুকূলে ছিল না রনির। যদিও মিরপুরে টসে হেরে ব্যাটিং করতে নেমে তৌফিক খান তুষার ও আনিসুল ইসলামের ব্যাটে শুরুটা ভালোই করে মোহামেডান। তবে ইনিংসের ষষ্ঠ ওভারে তানভীর ইসলামকে উইকেট দেন ২১ বলে ১৮ রান করা তুষার। এরপর অধিনায়ক রনি তালুকদার ক্রিজে নেমে সাজঘরে ফেরেন দ্রুত। ২৭ রানে দুই ব্যাটারকে হারানো দলটির হাল ধরেন আনিসুল ও ফরহাদ হোসেন। দলীয় ৬৯ রানে রূপগঞ্জের হয়ে আবারও আঘাত হানেন তানভীর। আনিসুল ইসলামকে ফেরান তিনি, আগের ম্যাচের সেঞ্চুরিয়ন এই ম্যাচে করেন ৩৫ রান। ৮৭ রানে ৫ ব্যাটারকে হারিয়ে বসা মোহামেডানকে আরও বিপদে ফেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তানভীরের চতুর্থ শিকার হয়ে মাহমুদউল্লাহ বিদায় নেন ২ রানে। মোহামেডান ২৯.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান তুলতেই হানা দেয় বৃষ্টি। প্রায় ৩ ঘণ্টার মতো বৃষ্টিতে বন্ধ থাকে খেলা। এরপর আর ব্যাটিংয়ে নামার সুযোগ পায়নি মোহামেডান। বেলা
সাড়ে ৩টায় ফের শুরু হওয়া খেলায় বৃষ্টি আইনে রূপগঞ্জের লক্ষ্য দাঁড়ায় ২২ ওভারে ৯৩ রান। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিদ হাসান তামিমকে হারায় তারা। তবে এরপর সৌম্য সরকার ও সাইফ হাসান মিলে সহজ জয় এনে দেন দলকে। ৯ উইকেট হাতে রেখে ১৩.২ ওভারে জয়ের বন্দরে পৌছায় রূপগঞ্জ। সাইফ ৫৫ ও সৌম্য অপরাজিত থাকেন ৩৬ রানে।
বৃষ্টি হানা দেয় বিকেএসপির দুই মাঠেও। ৩ নম্বর মাঠে অগ্রনী ব্যাংককে বৃষ্টি আইনে ৪ উইকেটে হারায় আবাহনী। ২৪.৪ ওভারে অগ্রনী ১০৯ রান তুললে বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। ৪৮ রানে অপরাজিত থাকেন অগ্রনী অধিনায়ক ইমরুল কায়েস। এরপর আর ব্যাটিংয়ে নামার সুযোগ পায়নি তারা। তখন আবাহনীর সামনে লক্ষ্য দাঁড়ায় ২২ ওভারে ১৫৭ রান। ৬ উইকেট হারিয়ে ১৯.২ ওভারেই সেটা টপকে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
একই দিনে বিকেএসপির ৪ নম্বর মাঠে গাজী গ্রুপকে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারায় গুলশান। আগে ব্যাটিং করা গাজী ২৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১০ রান করলে বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। মুনিম শাহরিয়ার ২৯, সাদিকুর রহমান করেন ৩৬ রান। বৃষ্টি থামলে গুলশানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২২ ওভারে ১৬২ রান। রান তাড়ায় আলিফ হাসান ইমন ও মেহেদী হাসান ইমনের ব্যাটে ৫৬ রানের উদ্বোধনী জুটি পায় গুলশান। এরপর একপ্রান্তে নাঈম ইসলাম দাঁড়িয়ে থাকলেও অন্যপ্রান্তে বাকি ব্যাটাররা আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত ছিলেন। শেষ পর্যন্ত ৩৩ বলে ৫৬ রানের ইনিংসে একাই দলকে জয় এনে দেন নাঈম। গাজী গ্রুপের হয়ে ৩ উইকেট নেন পারভেজ হোসেন জীবন।