ঢাকা, ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

সিডনি ক্লাবের আগ্রহে কোচিংও করাচ্ছেন জাহানারা

সৌরভ কুমার দাস
৯ এপ্রিল ২০২৫, বুধবার
mzamin

মানসিক অবসাদের কারণে জাতীয় দল থেকে সাময়িক বিরতিতে আছেন জাহানারা আলম। আপাতত অস্ট্রেলিয়াতেই সময় কাটছে নারী দলের এই পেসারের। ধীরে ধীরে ভালো হয়ে উঠছেন তিনি। অস্ট্রেলিয়াতে এখন ক্রিকেট খেলার সঙ্গে কোচিংও করাচ্ছেন জাহানারা। সিডনি ক্রিকেট ক্লাবের আগ্রহেই তাদের তরুণ ক্রিকেটারদের কোচিং করাচ্ছেন বাংলাদেশের এই ডানহাতি পেসার। 

গেল ওয়েস্ট ইন্ডিজ সফরে নারী দলে ছিলেন না জাহানারা। তখনই সামনে আসে তার মানসিক অবসাদের বিষয়টি। তখন এক সাক্ষাৎকারে জাহানারা জানান, মানসিক অবসাদের কারণে আপাতত জাতীয় দল থেকে বিরতি নিয়েছেন তিনি। তখন থেকেই অস্ট্রেলিয়াতে আছেন তিনি। অস্ট্রেলিয়ার প্রথম গ্রেড প্রিমিয়ার লীগে সিডনি ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন। জাহানারা বিরতি নিয়েছেন কয়েক মাস হয়ে গেল। এখন কেমন আছেন, কবে ফিরবেন এসব জানতে যোগাযোগ করা হয় তার সঙ্গে। 

জাহানারা জানান, আগের চেয়ে ভালো আছেন তবে বিরতি এখনো চলছে। দৈনিক মানবজমিনকে তিনি বলেন, ‘আমার যে ব্রেক ছিল সেটা চলছে, এখনো শেষ হয়নি। তবে মেন্টাল কন্ডিশন আগের চেয়ে অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আশা করছি দ্রুত পুরোপুরি ভালো হয়ে যাবো। সবকিছু ঠিকই আছে, নতুন পরিবেশ...খেলছি সময় পেলে কোচিং করাচ্ছি। ভালো লাগছে সবমিলিয়ে এখন আলহামদুলিল্লাহ।’

কোচিং করাচ্ছেন প্রসঙ্গে আরেকটু বিস্তারিত জানতে চাওয়া হয় জাহানারার কাছে। মূলত সিডনি ক্লাব তার অভিজ্ঞতা ব্যবহার করতে চাইছে। তাদের আগ্রহেই কোচিং করাচ্ছেন বলে জানান এই পেসার। বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে ৬০টি উইকেটের মালিক জাহানারা বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো আমাদের কোচিং কোর্স করিয়েছে লেভেল এ। এখানে সামনে সুযোগ আছে আর এরা (সিডনি ক্লাব) মনে করছে যে, আমার ১৮ বছরের ক্রিকেট ক্যারিয়ার, ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার, আমি বাংলাদেশের সাবেক অধিনায়ক...তো যে লেভেলে কোচিং করাচ্ছি সেখানে আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে আর এরা অভিজ্ঞতাকে খুবই মূল্য দেয়। ওদের এখানে অপশন দেয়া থাকে (কোচিংয়ের ক্ষেত্রে) যে, অভিজ্ঞতা আর না হয় সার্টিফিকেট। এখানে সার্টিফিকেটের পাশাপাশি অভিজ্ঞতাও অনেক বেশি ম্যাটার করে। ইচ্ছা আছে কোচিং কোর্স করার, দেখা যাক সামনে কি হয়।’
মূলত সিডনি ক্লাবের আগ্রহেই কোচিং করাচ্ছেন জাহানারা, ‘হ্যাঁ, যে ক্লাবে খেলছি ওরাই আমাকে দিয়ে কোচিং করাতে আগ্রহী এবং ওদের রেফারেন্সেই কোচিং করাচ্ছি। ক্লাবেরই যারা জুনিয়র আছে তাদের কোচিং করাচ্ছি।’

তবে ক্যারিয়ার শেষে কোচিং করাবেন কিনা সেটা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি জাহানারা। আরও অনেকদিন ক্রিকেট খেলতে চান ৪৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেটের এই মালিক। তিনি বলেন, ‘এখনো অনেকদিন ক্রিকেট খেলার ইচ্ছা। আরও কয়েক বছর খেলবো ইনশাআল্লাহ। ভবিষ্যৎ প্ল্যান এখনো কিছুই করিনি। যদি সুস্থ থাকি, পারফরমেন্স থাকে আরও অনেকদিন ক্রিকেট খেলবো ইনশাআল্লাহ।’

বিরতি এখনো শেষ না হলেও আগামী মাসে বাংলাদেশে ফিরবেন জাহানারা। তিনি বলেন, ‘আগামী মাসে দেশে আসবো, একটা পারিবারিক কাজ আছে। সামনের মাস মে’তে দেখা হবে আশা করি।’

৩৩ বছর বয়সী জাহানারার জন্য জাতীয় দলে ফেরাটা হবে চ্যালেঞ্জিং। গুঞ্জন আছে, জাতীয় দলের সাবেক কোচ হাসান তিলকরত্নে তাকে দলে চাইতেন না। যদিও জাহানারা জানিয়েছিলেন দলে কারও সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নেই। তবে তিনি বিরতি নেয়ার পর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বা টিম ম্যানেজমেন্টের অন্য কারও সঙ্গেই তার যোগাযোগ নেই।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status