খেলা
‘আসল’ পরীক্ষা শুরু নিগারদের
ওয়েস্ট ইন্ডিজকে হারালেই বিশ্বকাপের টিকিট
স্পোর্টস রিপোর্টার
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব শুরুর আগে বাংলাদেশ নারী দলে সবচেয়ে চিন্তার জায়গায় ছিল ব্যাটিং। পাকিস্তানের মাটিতে ম্যাচ জিততে ব্যাটারদের রান করতেই হতো। প্রথম ৩ ম্যাচে সেই চিন্তা দূর করেছেন শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা জ্যোতিরা। যদিও এই ৩ ম্যাচে প্রতিপক্ষ ছিল তুলনামূলক কম শক্তির থাইল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। টাইগ্রেসদের জয় ছিল প্রত্যাশিত। তবে এবার ‘আসল’ পরীক্ষা নিগারদের । আজ বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিধর ওয়েস্ট ইন্ডিজ। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়। এই ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে বাংলাদেশ। থাইল্যান্ড, আয়ারল্যান্ড এরপর স্কটল্যান্ড-সব ম্যাচেই রান পেয়েছেন ব্যাটাররা। শুধু আইরিশদের বিপক্ষেই চ্যালেঞ্জে পড়েছিল বাংলাদেশ। সেখানেও লোয়ারঅর্ডার ব্যাটার রিতুমনি দলকে উতরে নিয়েছেন দুর্দান্ত এক ইনিংস খেলে। সেদিন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৩৫ রানের লক্ষ্য ৮ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে জ্যোতির দল। নারী ওয়ানডেতে এটি বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এই মাঠেই পাকিস্তানের বিপক্ষে ২০১৯ সালে ২১১ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল টাইগ্রেসরা। প্রায় ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম ফিফটি করে রেকর্ড গড়া জয়ে বড় ভূমিকা রাখেন রিতুমনি। অপরাজিত ইনিংসে ৬১ বলে ৬৭ রান করেন অভিজ্ঞ অলরাউন্ডার। নবম উইকেটে নাহিদা আক্তারের সঙ্গে মাত্র ৩৪ বলে ৫৪ রানের ম্যাচ জেতানো জুটি গড়েন রিতু। এটিও বাংলাদেশের রেকর্ড। আগের রেকর্ড ছিল জাহানারা আলম ও পান্না ঘোষের ৩৭ রান।
অধিনায়ক জ্যোতি নেতৃত্ব দিচ্ছেন একদম সামনে থেকে। আসরে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৭৮ বলে তিন অঙ্ক ছুঁয়ে নারী ওয়ানডেতে নিগার গড়েন দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ৫১ রানের পর স্কটল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৮৩। ওয়ানডেতে টানা তিনটি পঞ্চাশছোঁয়া ইনিংস খেলা বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার তিনি। গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচেই ফিফটি করেছিলেন ফারজানা হক পিংকি। অধিনায়কের এমন ব্যাটিংয়ে অনুপ্রাণিত বাকিরাও। ৩ ম্যাচে সুপ্তার ব্যাট থেকে এসেছে ১৭৫ রান। আর ২৩৫ রান নিয়ে সবার উপরে জ্যোতি। ব্যাটারদের এই ফর্মে ৩ ম্যাচে দুইবারই ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড ভেঙেছে টাইগ্রেসরা।
তবে এই তিন ম্যাচে প্রতিপক্ষ অনুযায়ী বাংলাদেশের এমন ফল প্রত্যাশিতই ছিল। কিন্তু আসল পরীক্ষা শুরু আজ। যেখানে আজ প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। গত জানুয়ারিতে যাদের বিপক্ষে সিরিজ হেরে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া করে জ্যোতির দল। ক্যারিবীয় দীপপুঞ্জে সিরিজ জিতলে বাছাইপর্ব খেলার প্রয়োজন হতো না বাংলাদেশের। সিরিজের প্রথম ম্যাচে হারলেও পরের ম্যাচ জিতে সমতায় ফেরে টাইগ্রেসরা। কিন্তু সিরিজ নির্ধারণী ম্যাচে হেরে সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্ন ভাঙে বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে শেষ ৫ বারের দেখায় জয় ওই ১টিই। সবশেষ সিরিজেও ব্যাটিং ইউনিট নিয়ে ভুগেছে টাইগ্রেসরা। যে ম্যাচে জয় পেয়েছে সে ম্যাচেও মাত্র ১৮৪ রানের পুঁজি দিয়েছিলেন ব্যাটাররা। বোলাররা দীর্ঘদিন ধরেই ধারবাহিকভাবে ভালো করছেন, এতদিন ব্যাটারদের নিয়েই মূল চিন্তা ছিল। তবে এবার বাছাইপর্বের প্রথম ৩ ম্যাচে ব্যাটাররা যেভাবে রান করেছেন সেটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আত্মবিশ্বাস যোগাবে তাদের। বোলিংয়ে প্রথম ম্যাচে ফাহিমা আর সুমনা তো ৫টি করে উইকেট নিয়ে নজির গড়েছেন। প্রথম দুই ম্যাচে উইকেট না পাওয়া নাহিদা শেষ ম্যাচে নিয়েছেন ৪টি উইকেট। অবশ্য আজ ওয়েস্ট ইন্ডিজকে হারাতে না পারলেও ক্ষতি নেই। শনিবার নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিতলেও বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে বাংলাদেশ। এমনকি শেষ দুই ম্যাচে হারলেও নেট রানরেটে এগিয়ে থাকার সুবাদে বিশ্বকাপের টিকিট পেয়ে যেতে পারে জ্যোতির দল।