ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

যে কারণে নতুন দেহরক্ষী নিয়োগ দিতে হলো রোনালদো পরিবারকে

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ৯ এপ্রিল ২০২৫, বুধবার, ১:০০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:১৪ অপরাহ্ন

mzamin

আগের নিরাপত্তা দলের সবাইকে বরখাস্ত করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিরাপত্তাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন পর্তুগিজ মহাতারকার স্বদেশি ক্লদিও মিগুয়েল ভাজ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো ও আর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বেশ কয়েকবার হুমকি দেয়া হয়, যার প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা ও মালয়েশিয়ান সংবাদপত্র নিউ স্ট্রেটস টাইমসে এ তথ্য জানানো হয়।

নিউ স্ট্রেটস টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আল নাসরে যোগদানের পর তুলনামূলক শান্তিপূর্ণ জীবন যাপন করছেন রোনালদো ও তার পরিবার। সুযোগ পেলেই ৫ সন্তানকে নিয়ে বাড়ির আশেপাশে হাঁটতে বের হন এবং সৌদি আরবের রিয়াদ শহর জুড়েও ঘুরে বেড়ান রোনালদো। তবে সম্প্রতি হুমকি পাওয়ার পর উদ্বিগ্ন হয়ে পড়েন রোনালদো ও জর্জিনা। প্রতিবেদনটিতে আরও বলা হয়, এর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানদের ছবি ও ভিডিও আপলোড করা অনেকটাই কমিয়ে দিয়েছেন জর্জিনা। ধারণা করা হচ্ছিল, ব্যক্তিগত কোনো কারণে সন্তানদের ক্যামেরার সামনে খুব একটা আনতে চাচ্ছেন না তিনি। তবে ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদপত্রটি জানায়, হুমকির পর থেকে সন্তানদের রক্ষা করতে নিরাপত্তার কৌশল হিসেবে এমনটি করছেন জর্জিনা। অন্যদিকে মার্কা দাবি করছে, আগের নিরাপত্তাকর্মীদের বরখাস্ত ও নতুনদের নিয়োগের বিষয়টি ভালোভাবে নেয়নি রোনালদোর ঘনিষ্ঠ মহলের অনেকেই। তাদের মতে, নতুন দেহরক্ষী মিগুয়েল ভাজ আগেরদের তুলনার আক্রমণাত্মক ও সম্পূর্ণ আলাদা, যা কি না রোনালদোর মনোভাব ও জীবনযাত্রার অনুরূপ।

বেসরকারি নিরাপত্তা খাতে অভিজ্ঞ হিসেবে সুনাম রয়েছে ভাজের। তিনি আধাসামরিক প্রশিক্ষণ নিয়েছেন এবং ঝামেলাপূর্ণ এলাকায় পূর্ণ নিরাপত্তা দিতেও তার পারদর্শিতা রয়েছে। এর আগে সংগীতশিল্পী ও ক্রীড়াবিদের দেহরক্ষী হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে ভাজের। রোনালদোর পর্তুগিজ জাতীয় দলের সতীর্থ রাফায়েল লিয়াও ও গেলসন মার্তিন্সের সঙ্গে আগে কাজ করেছেন তিনি। এই দুজনের পরামর্শেই ভাজকে নিয়োগ দিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ পাঁচ বারের ব্যালন ডিঅর জয়ী ফুটবলার। তবে পাপারাজ্জিরা নতুন এই দেহরক্ষীর আচরণকে ভালোভাবে নিতে পারছে না। সম্প্রতি প্যারিসে ‘ফ্যাশন উইক’-এ অংশ নিতে যান জর্জিনা। সেখানে তিনি গাড়ি থেকে নামলেই আলোকচিত্রীরা ছবি তুলতে চান তার। তবে সে মুহূর্তে টর্চলাইট ব্যবহার করে তাদের ছবি তোলা থেকে বিরত রাখেন ভাজ। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন নিয়োগপ্রাপ্ত নতুন এই দেহরক্ষী।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status