ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

রিয়ালকে গুঁড়িয়ে দিয়ে ডেকলান রাইসের ইতিহাস

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ৯ এপ্রিল ২০২৫, বুধবার, ১১:১০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:২৭ পূর্বাহ্ন

mzamin

চ্যাম্পিয়নস লীগে মানেই যে বিস্ময়ের রাত, সেটিই আরেকবার দেখালো আর্সেনাল। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে ইংলিশ জায়ান্টরা। ফ্রি কি থেকে দু’টি গোল করে ইতিহাস রচনা করেছেন ডেকলান রাইস।

এমিরেটস স্টেডিয়ামে এদিন গোল হতে পারতো মুড়িমুড়কির মতো। গোল অভিমুখে স্বাগতিকরা ১২টি শটের মধ্যে ১১টিই রাখে লক্ষ্যে। তবে রিয়ালের বেলজিয়ান গোলকিপার থিবো কর্তোয়ার অসাধারণ দক্ষতায় স্কোরলাইন আর বড় হয়নি। বিপরীতে ৯টি শটের মধ্যে কেবল ৩টি লক্ষ্যে ছিল সফরকারী দলের। বিরতির আগমুহূর্তে রাইসের একটি হেড ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লির শট আটকে দেন কর্তোয়া। এর আগে গানারদের গোলকিপার দাভিদ রায়াকে একা পেয়েও তার কাছেই বল মেরে সুযোগ নষ্ট করেন কিলিয়ান এমবাপ্পে। বিরতির পর ফিরে মাঠের চিত্র বদলে দেয় আর্সেনাল। ম্যাচের ৫৮তম মিনিটে চোখ ধাঁধানো এক ফ্রি কিকে স্বাগতিকদের এগিয়ে দেন ইংলিশ মিডফিল্ডার রাইস। ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি কর্তোয়া। আর্সেনাল ও ওয়েস্ট হ্যাম ক্যারিয়ারে ৩৩৯ ম্যাচে এটিই রাইসের প্রথম সরাসরি ফ্রি কিক গোল। তবে এখানেই থামেননি এই ২৮ বছর বয়সী তারকা। ৭০তম মিনিটে ফের ফ্রি কিক পায় আর্সেনাল, ফের একই কাণ্ড ঘটালেন রাইস। লাফিয়ে গিয়েও বল ছুঁতে ব্যর্থ কর্তোয়া।

এরই সঙ্গে চ্যাম্পিয়নস লীগের নক আউটে সরাসরি ফ্রি কিক থেকে ২ গোল করা প্রথম ফুটবলার বনে গেলেন রাইস। এর আগে রিভালদো, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, হাকিম জিয়েশরা একই কীর্তি করলেও সেগুলো নকআউট ম্যাচ ছিল না। এখানেই থামেনি স্বাগতিকরা। মিনিট পাঁচেক পর ডি বক্সের কাছে মাইলস লুইস স্কেলির থেকে বল পেয়ে পোস্ট ঘেঁষা শটে জাল খুঁজে নেন মিকেল মেরিনো। বাকি সময়ে গোলের তেমন সুযোগ তৈরি করে পারেনি কোনো দলই। তবে ম্যাচের যোগ করা সময়ে আরেকটি হতাশা অপেক্ষা করছিল রিয়ালের জন্য। দ্বিতীয় হলুদ কার্ড দেখেন মাঠ ছাড়েন এদুয়ার্দো কামাভিঙ্গা। যদিও আগের ম্যাচে একটি হলুদ কার্ড দেখায় ফিরতি লেগে এমনিতেও খেলা হতো না এই ফরাসি মিডফিল্ডারের। ১৬ই এপ্রিল রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে গড়াবে পরের লেগ।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status