খেলা
ধর্ম অবমাননার দায়ে জরিমানা গুনলেন মার্টিনেজ
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ৯ এপ্রিল ২০২৫, বুধবার, ১:৫৩ অপরাহ্ন

ইতিলিয়ান সিরি এ-তে জুভেন্টাসের বিপক্ষে হারের দিন আপত্তিকর ভাষা ব্যবহার করেন লাউতারো মার্টিনেজ। সেখানে ধর্ম অবমাননাকর শব্দ খুঁজে পেয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। এ কারণে জরিমানার মুখে পড়েছেন আর্জেন্টাইন এ ফরোয়ার্ড।
ওল্ড লেডিদের মাঠে গত ফেব্রুয়ারিতে ১-০ গোলে হারে ইন্টার মিলান। সেদিন দু’বার আপত্তিকর শব্দ প্রয়োগ করেন মার্টিনেজ। তার প্রেক্ষিতে ফেডারেল প্রসিকিউটরের অফিস তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ দায়ের করে। সেটি প্রমাণিত হওয়াতেই জরিমানা গুনলেন এই বিশ্বকাপজয়ী তারকা। এ ধরণের শব্দ প্রয়োগের ক্ষেত্রে জরিমানার সঙ্গে এক ম্যাচের নিষেধাজ্ঞার আইনও আছে। তবে দু’পক্ষের আলোচনার পর নিষেধাজ্ঞা এড়িয়েছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। কিন্তু জরিমানা হিসেবে তাকে গুনতে হচ্ছে ৫ হাজার ইউরো, যা কি না বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৬৪ হাজার টাকা। এই অভিযোগ শুরুতে অস্বীকার করেন মার্টিনেজ। এ ঘটনার এক সপ্তাহ পর জেনোয়ার বিপক্ষে জয়ী ম্যাচের পর তিনি বলেন, ‘আমি কখনওই এমন কিছু করিনি। আমার সন্তানদের আমি শ্রদ্ধাবোধ শেখানোর চেষ্টা করি। এই অভিযোগ আমার জন্য ভীষণ যন্ত্রনার।’ মার্টিনেজ নিজেকে নির্দোষ দাবি করলেও, তদন্ত চালিয়ে যায় ফেডারেল প্রসিকিউটর অফিস। এরপর এই অভিযোগের সত্যতাও মেলে অডিও রেকর্ডিংয়ে। তবে মূলত কী ধরণের শব্দ তিনি ব্যবহার করেছিলেন, সে ব্যাপারে কিছু জানায়নি এফআইজিসি। এর আগে ইতালিতে একই অভিযোগে শাস্তির মুখে পড়েন দেশটির কিংবদন্তি গোলকিপার জিয়ানলুইজি বুফন। ২০২১-এর মার্চে এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞাও পান পড়েন জুভেন্টাসের এই কিংবদন্তি কিপার।