খেলা
শিষ্যদের মাটিতে পা রাখার পরামর্শ বার্সা কোচের
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ৯ এপ্রিল ২০২৫, বুধবার, ৩:৩৯ অপরাহ্ন

চলতি বছরে দারুণ ফর্মে রয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ২০২৫-এ এখন পর্যন্ত হারেনি কাতালান ক্লাবটি। আজ রাতে চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে বরুশিয়া ডর্টমুন্ডকে আতিথেয়তা দেবে বার্সা। বড় স্বপ্ন দেখলেও কোচিং স্টাফ ও নিজের শিষ্যদের মাটিতেই পা রাখার পরামর্শ দিলেন কোচ হান্সি ফ্লিক।
নতুন আঙ্গিকের চ্যাম্পিয়নস লীগে এর আগে প্রথম লীগ পর্বে দেখা হয় স্পেন ও জার্মানির এ দুই জায়ান্ট ক্লাবের। সে ম্যাচে ৩-২ গোলে জয় তুলে নেয় ডর্টমুন্ড। এবার সেমিফাইনালের উদ্দেশ্যে লড়বে দু’দল। আগের দিন সংবাদ সম্মেলনে চলতি বছরে অপরাজেয় থাকার উল্লাসে ভেসে না যাওয়ার কথা বললেন বার্সা কোচ ফ্লিক। তিনি বলেন, ‘আমরা স্বপ্ন দেখতেই পারি, তবে খেলোয়াড় ও কোচদের অবশ্যই পা মাটিতে রাখতে হবে। আমি কী অর্জন করেছি, তা আমাদের দেখতে হবে। কঠোর পরিশ্রমের ভিত্তিতে অবশ্যই এগুলো শেষ নয়। এগিয়ে যেতে হলে আমাদের প্রতিটি বাধা অতিক্রম করতে হবে।’ জার্মান কোচ যোগ করেন, ‘চলতি বছরে আমরা কোনো ম্যাচ না হেরে এগিয়ে যেতে চাই। তবে অত্যন্ত শক্তিশালী একটি দলের বিপক্ষে আমাদের সেরা খেলাটা খেলতে হবে।’ স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের থেকে ৪ পয়েন্টে এগিয়ে থেকে ৬৭ পয়েন্টে সবার উপরে আছে কাতালানরাই। অন্যদিকে জার্মান লীগে ৪১ পয়েন্ট নিয়ে আটে ডর্টমুন্ড। চারে থাকা মঞ্জা তাদের থেকে এগিয়ে ৫ পয়েন্টে। মৌসুমের মহাগুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দু:সংবাদ উড়ে এসেছে ডর্টমুন্ডের শিবিরে। হাঁটুর গুরুতর চোটে পুরো মৌসুম শেষ হয়ে গেছে হলুদ কালোদের রক্ষণভাগের খেলোয়াড় নিকো শ্লটারবেকের।