খেলা
বায়ার্নের ‘অপরাজেয়’ তকমা ছিনিয়ে নিল ইন্টার মিলান
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ৯ এপ্রিল ২০২৫, বুধবার, ১২:০৫ অপরাহ্ন

পিছিয়ে পড়া বায়ার্ন মিউনিখকে সমতা এনে দিলেন মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দেয়া টমাস মুলার। মঙ্গলবার ঘরের মাঠে অপরাজেয় তকমা বহাল থাকতে যাচ্ছিল বাভারিয়ানদের জন্য। তবে ইন্টার মিলানের শেষ দিকের গোলে তা উবে গেল। চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে ২-১ গোলে জিতে গেল ইতালিয়ান জায়ান্টরা। ইউরোপীয় প্রতিযোগিতায় ঘরের মাঠে ২২ ম্যাচ পর হারলো বায়ার্ন।
আলিয়েঞ্জ অ্যারেনায় গোলের দিকে ২০টি শটের মধ্যে ৭টি লক্ষ্যে রাখতে পারে স্বাগতিক দল। ১০টির মধ্যে ৪টি শট লক্ষ্যে থাকে ইন্টার মিলানের। ঘরের মাঠে শুরু থেকে আক্রমণ চালায় বায়ার্ন। মাইকেল ওলিসে, হ্যারি কেইন, রাফায়েল গেরেইরো শুধু জাল খুঁজে নিতেই ব্যর্থ হন। তবে ম্যাচের ৩৮তম মিনিটে বাজীমাত করে সফরকারীরা। আলেসান্দ্রো বাস্তোনির ক্রসে নিজে শট না নিয়ে ব্যাক হিলে তা লাউতারো মার্টিনেজের কাছে পাঠিয়ে দেন মার্কাস থুরাম। নিখুঁত শটে দলকে এগিয়ে নেন ইন্টারের আর্জেন্টাইন ফরোয়ার্ড। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইতালিয়ান ক্লাবটি। মাঠে ফিরে আরও আধিপত্য বিস্তার করতে থাকে সফরকারীরা। শেষ ১৫ মিনিটের আগে একসঙ্গে তিনটি বদলি করেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি। লেরয় সানেকে তুলে নিয়ে নামান টমাস মুলারকে। জার্মানির অভিজ্ঞ এই ফরোয়ার্ড চলতি মৌসুমেই শেষবারের মতো খেলছেন বাভারিয়ানদের হয়ে। অভিজ্ঞতার সুফল দেখালেন মুলার। ৮৫তম মিনিটে কোনার্ড লাইমারের বাড়ানো বল আলতো ছোঁয়ায় জালে জড়ান ৩৫ বছর বয়সী এই তারকা ফুটবলার। বাভারিয়ানদের হয়ে এই নিয়ে তার গোল হলো ২৪৮টি। তবে বায়ার্নের অপরাজেয় যাত্রা ধরে রাখার আশায় গুরে বালি ঢেলে দিল ইন্টার। মুলারের গোলের মিনিট তিনেকের মধ্যেই আলিয়েঞ্জ অ্যারেনাকে চুপ করিয়ে দেন বদলি হিসেবে নামা দাভিদে ফ্রাত্তেসি।
নিজেদের মাঠে ইউরোপ সেরার মঞ্চে বায়ার্নের এর আগের হার খুঁজতে হলে যেতে হবে ২০২১-এর এপ্রিলে। সেবারও এই কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেই পিএসজির বিপক্ষে ৩-২ গোলে হারে স্বাগতিকরা। সান সিরোতে ফিরতি লেগ শুরু হবে ১৬ই এপ্রিল।