ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

চ্যাম্পিয়নস লীগে নিশ্চিত ইংল্যান্ডের পাঁচ ক্লাব

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ৯ এপ্রিল ২০২৫, বুধবার, ২:৫০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:০৩ অপরাহ্ন

mzamin

চ্যাম্পিয়নস লীগে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে আর্সেনাল। এই জয়ে ইংল্যান্ডে আরেকটি আনন্দের খবরও পৌঁছে দিয়েছে দেশটির জায়ান্টরা। গানারদের জয়ে নিশ্চিত হয়েছে যে, আগামী মৌসুমে ইংল্যান্ড থেকে পাঁচটি ক্লাব খেলবে চ্যাম্পিয়নস লীগে। সংখ্যাটা বেড়ে সাতে গিয়ে ঠেকারও সম্ভাবনা রয়েছে।
ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে একটি বাড়তি জায়গা নিশ্চিত করতে চলতি সপ্তাহে উয়েফার যেকোনো টুর্নামেন্টে একটি জয়ই দরকার ছিল ইংলিশ ক্লাবগুলোর। প্রথম সুযোগেই সেটি লুফে নিল আর্সেনাল। ৩৬ দলের নতুন আঙ্গিকের চ্যাম্পিয়নস লীগের নিয়মানুযায়ী, র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দু’টি দেশের পাঁচটি করে ক্লাব সুযোগ পাবে। এবার যেমন এই সুযোগ পেয়েছে ইতালি ও জার্মানি। দেশ দু’টির ক্লাব যথাক্রমে বোলোনিয়া ও বরুশিয়া ডর্টমুন্ড নিজ নিজ লীগে পঞ্চম হয়েও জায়গা করে নেয় এবারের চ্যাম্পিয়নস লীগে। গানারদের মঙ্গলবারের জয়ে নিশ্চিত হয়েছে নিশ্চিত হয়েছে উয়েফা কোএফিশিয়েন্ট র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের দুইয়ে থাকা। এই র‍্যাঙ্কিংয়ের হিসেব করা হয় ক্লাবগুলোর পারফর্মেন্সের ওপর ভিত্তি করে। ইউরোপীয় প্রতিযোগিতায় প্রতিটি জয়ের জন্য ২ ও ড্রয়ের জন্য যোগ হয় ১ পয়েন্ট। বোনাস পয়েন্ট রয়েছে চ্যাম্পিয়নস লীগে খেলা ক্লাবগুলোর জন্য। কোনো দেশের সবগুলো ক্লাবের পয়েন্টের সমষ্টিকে ক্লাবের সংখ্যা দিয়ে ভাগ করলে বের হয়ে আসে সেই দেশের কোএফিশিয়েন্ট পয়েন্ট। মঙ্গলবার পর্যন্ত চ্যাম্পিয়নস লীগ, ইউরোপা লীগ ও কনফারেন্স লীগে ইংলিশদের সাতটি ক্লাবের বোনাসসহ মোট পয়েন্ট ১৬৯.৭৫০ এবং এর কোএফিশিয়েন্ট পয়েন্ট বের করলে দাঁড়ায় ২৪.৫৩৫। তবে চ্যাম্পিয়নস লীগের আগামী মৌসুমে পাঁচ ক্লাবের সংখ্যাটা সাতেও বেড়ে যেতে পারে ইংল্যান্ডের জন্য। অ্যাস্টন ভিলা যদি এই মৌসুমে চ্যাম্পিয়নস লীগ শিরোপা জেতে এবং প্রিমিয়ার লীগ সেরা পাঁচে না থেকে শেষ করতে পারে, তবে তারা পরেরবার সরাসরি খেলবে চ্যাম্পিয়নস লীগে। একই হিসেব দাঁড়াবে যদি ম্যানচেস্টার ইউনাইটেড অথবা টটেনহ্যাম হটস্পার ইউরোপা লীগ জেতে। দু’টি ক্লাবই প্রিমিয়ার লীগে বর্তমানে শীর্ষ দশের নিচেই আছে। 
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status