অনলাইন
‘একটা ধর্মকে বিক্রি করে খাচ্ছেন’, বিজেপিকে তোপ মমতার
সেবন্তী ভট্টাচার্য্য, কলকাতা
(১ মাস আগে) ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:২১ পূর্বাহ্ন

বিধানসভায় জবাবি ভাষণে বিজেপিকে একহাত নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, বিজেপি বিধায়করা একটি ধর্মকে বিক্রি করে খাচ্ছেন। রাজ্যের শাসকদলকে তা করতে হয় না। তারা সব ধর্মকে নিয়ে চলতে পারে। শুভেন্দু অধিকারীসহ ৪ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করার প্রতিবাদে মঙ্গলবার বিধানসভার বারান্দার সিঁড়িতে ধরনায় বসেন শুভেন্দু অধিকারীসহ বিজেপির বিধায়করা। তখন বিধানসভার ভিতরে চাঁচাছোলা ভাষায় বিরোধী দলনেতাকে আক্রমণ শানান মমতা। বিধানসভায় জবাবি ভাষণে নাম না করে শুভেন্দুকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী । মমতা বলেন, আমি নাকি হিন্দু ধর্মকে তাছিল্য করে, মুসলিম ধর্মকে তোষণ করি। যিনি হিন্দু ধর্মের কথা বলছেন তিনি জানেন না আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে। এই বয়সে এসে এই সব শুনতে হচ্ছে। আত্মসম্মান বিসর্জন দিয়ে রাজনীতি করিনি। কোনও দিন জাত-ধর্ম নিয়ে কথা বলি না। ভোট এলেই বিবেকানন্দর বাড়ি যায় বিজেপি। বিবেকানন্দর বাড়ি ওরা দখল করে রেখেছে। আমরা ধর্ম বেচে খাই না।
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দিকে কাগজ ছুঁড়ে একমাসের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছেন শুভেন্দুসহ ৪ বিজেপি বিধায়ক। এরপর রাজ্য সরকারের মর্যাদা ক্ষুণ্ণ এবং সাসপেনশনের কারণ নিয়ে মিথ্যাচার করায় বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিসও দেওয়া হয়েছে।এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণ বয়কট করে বিজেপি। সিঁড়িতে ধরনা দেয় তারা। এনিয়ে মুখ্যমন্ত্রীর তোপ, “ওঁরা আমাকে ফেস করতে পারে না। তাই আমি যখন বলতে আসি ওঁরা চলে যায়।” শুভেন্দু অভিযোগ করেছিলেন, রাজ্য সরকার আদপে মুসলিমের সরকার। হিন্দু ধর্মের হয়ে বলতে গিয়ে তাঁকে সাসপেন্ড হতে হয়েছে। বিরোধী দলনেতার অভিযোগ উড়িয়ে পালটা তোপ দাগেন মমতা। বলেন, 'বারবার আমায় অসম্মান করতে দেব না। লক্ষ্মণরেখা যদি ভাঙবার চেষ্টা করেন তাহলে জবাব দেওয়ার অধিকার আমার আছে।” বিরোধীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর পাল্টা প্রশ্ন রাজ্যে হিন্দু ধর্মের জন্য কী কী করেছেন? “স্বামীজির বাড়ি দখল হয়ে যাচ্ছিল। নিবেদিতার বাড়ি দখল রুখেছি। এগুলো কোন ধর্মের? উত্তর আছে বন্ধুরা?' গঙ্গাসাগর মেলায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সরব হন তিনি। মমতার চ্যালেঞ্জ, “আমায় মুসলিম লীগ বলছেন? আপনারা তো নির্বাচনের সময় সাহায্য নেন মুসলিম লীগের। সব সত্যি ফাঁস করব?”