অনলাইন
নাহিদ-আখতারের নেতৃত্বেই ছাত্রদের নতুন দল
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, ১০:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:২৭ অপরাহ্ন

নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব করে আত্মপ্রকাশ হতে যাচ্ছে ছাত্র-নাগরিকের নতুন দল। রোববার রাতে জাতীয় নাগরিক কমিটির শীর্ষ এক সূত্রে এ তথ্য জানা গেছে। কমিটির শীর্ষ চার পদের অন্য দুটিতে মুখ্য সংগঠক পদে সারজিস আলম এবং মুখপাত্রের দায়িত্বে হাসনাত আব্দুল্লাহ আসতে পারেন।
আগামী ২৪শে ফেব্রুয়ারি নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটতে পারে। তার আগে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন সরকারের তথ্য ও সম্প্রচার এবং আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের এক নম্বর সমন্বয়ক ছিলেন। আহ্বায়ক পদে সবার মতৈক্য থাকলেও সদস্য সচিব পদের দাবিত বিভাজন দেখা যায় জাতীয় নাগরিক কমিটিতে। এ পদের অন্যতম আরেক দাবিদার ছিলেন যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। এনিয়ে দুইজনের অনুসারীরা প্রকাশ্যে বিরোধে জড়িয়েছিলেন। রোববার নাগরিক কমিটির সাধারণ সভাও বয়কট করেন জুনায়েদ অনুসারীরা।
পাঠকের মতামত
এই দল ঠিকবে নাহ। কারন জম্মের আগে ভাগাভাগি, তাদের বন্যার টাকা কাহিনী জাতি দেখেছে।
অনেকেই পরিবার তন্ত্র নিয়ে আলোচনা করে কিন্তু স্বার্থ ছাড়া কেউ কারো কথা ভাবে না।যেমনটি নাগরিক কমিটির ক্ষেত্রেও দেখা যায়।আসলে আমাদের ক্ষমতার লোভ বেশি।
I want to join with you guys. I love ''Nagorik Komiti"
The Nation should come out from Familyism.
তথ্য ও সম্প্রচার এবং আইসিটি উপদেষ্টা পদত্যাগ করার আগে নিশ্চয়ই গত প্রায় ০৭ মাসে তার মন্ত্রণালয়ের বিশেষ উল্লেখযোগ্য কাজ, অগ্রগতি এবং ব্যতিক্রম কাজের একটা ফিরিস্তি আমাদের জানাবেন। যাতে করে আমরা বুঝতে পারি তরুন নেতৃত্বের দাবীদার দের বিশেষ উপযোগীতা।
যদি নিজের নয় দেশের জন্যই তোমাদের দল হয়ে থাকে তাহলে স্যালুট নতুবা টাউট।
নতুন রাজনৈতিক দল নেতা নিয়ে প্রথমে মত বিরোধ।
আখতার হোসেন ভালো মানুষ। অন্যতম মাস্টারমাইন্ড জুলাও-আগস্টের।