অনলাইন
ছাত্র আন্দোলন
৬ মাস পর হাসানের লাশ সনাক্ত
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:০৬ অপরাহ্ন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে আছে জুলাই-আগস্টের আন্দোলনে নিহত নারীসহ সাতজনের মরদেহ। তাদের মধ্যে একজনের পরিচয় মিলেছে। ৫ই আগস্ট নিহত মো. হাসান (১৯) গুলিস্তানে কাপ্তান বাজার এলাকায় একটি দোকানের কর্মচারী ছিলেন।
বৃহস্পতিবার রাত আটটার দিকে নিহত হাসানের বাবা মনির হোসেন বলেন, আমার ছেলে গুলিস্তান কাপ্তান বাজার এলাকার একটি দোকানে কাজ করতো। ৫ তারিখের পর থেকে আমার ছেলের কোনো খবর পাইনি। আমরা ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছ থেকে জানতে পারি, লাশগুলো ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। পরে জানুয়ারির ১ তারিখে ঢাকা মেডিকেলের মর্গে এসে আমার ছেলের লাশ শনাক্ত করি। আমার এবং আমার স্ত্রী গোলেনুর বেগমের ডিএনএ দিয়ে গেলে এক মাস একদিন পরে তারা আমাদের দেয়। আজ আমরা মর্গে আসি আমার ছেলের মরদেহ নেয়ার জন্য।
তিনি বলেন, শুক্রবার সকালে শহীদ মিনারে জানাজা হবে। এরপর আমরা গ্রামের বাড়ি নিয়ে জানাজা শেষে ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করবো।
পাঠকের মতামত
We are praying to the Almighty Allah for him.
মহান আল্লাহ উনাকে শহীদ হিসেবে কবুল করে নিন, আমিন।
আল্লাহ তাকে জান্নাতবাশি কুরন