অনলাইন
মিথ্যা মামলায় খালাস পেলেন লন্ডন প্রবাসী সাংবাদিক ভুট্টো
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
(১ মাস আগে) ১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন
ফেসবুক ও ইউটিউবে সাবেক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের দুর্নীতির বিষয়ে প্রতিবেদন প্রকাশের কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয় লন্ডন প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্টোর নামে। চট্টগ্রামের চকবাজার থানার দায়ের করা ওই মামলায় চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল গত মঙ্গলবার ভুট্টোকে খালাস দিয়ে মামলাটি খারিজ করে দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট মো.সেলিম উদ্দিন শাহীন ।
২০২৩ সালের ১১ই জানুয়ারি প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্টো ও তার পরিচালিত লন্ডন বাংলা চ্যানেল বিরুদ্ধে মামলাটি করেন পাঁচলাইশ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা। চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) এর চকবাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ৫টি ধারায় মামলাটি করা হয়।