ভারত
কাঠমান্ডুর নাইটক্লাবে রাহুল গান্ধীর পার্টি করা নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড়, পাশের মেয়েটি কে?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) ৪ মে ২০২২, বুধবার, ১০:১১ পূর্বাহ্ন

ভিডিওটি ভাইরাল হয়েছে। রাহুল গান্ধী কাঠমান্ডুর একটি নাইটক্লাবে বন্ধুদের সঙ্গে পার্টি করছেন। এই বিষয়টি নিয়ে তুমুল তরজা শুরু হয়েছে ভারতীয় রাজনীতির অন্দরে। বিজেপির মুখপাত্র অমিত মালব্য টুইট করেছেন, যিনি ভারতীয় অর্থনীতির বেহাল অবস্থা নিয়ে কথা বলেন, তিনি আবার পার্টি করেন বিদেশে গিয়ে। রাহুল গান্ধীর এই ভিডিওতে পাশে একটি মেয়েকে দেখা যাচ্ছে। তিনি কে সেই পরিচয় নিয়েই ধন্দ। অনেকেই বলছেন, পাশের ওই মেয়েটি চীনা কূটনীতিক চাও ইয়ানকি। অনেকে বলছেন, যার বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে রাহুল নেপাল গেছেন সেই সুমনিমা উদাস হতে পারেন মেয়েটি। সুমনিমা উদাস মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-এর সাংবাদিক। ভারতে নির্ভয়া কাণ্ডের রিপোর্ট করেছিলেন তিনি। তার বাবা মিয়ানমারের রাষ্ট্রদূত। রাহুল গান্ধী চীনা কূটনীতিকের সঙ্গে পার্টি করছেন, এই খবরটি রাজনৈতিক মহলে প্রাধান্য পায়। রাহুল গান্ধীর নির্বাচনী ক্ষেত্র কেরলের ওয়াঙ্গলে যখন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি মানুষের দুঃখ দুর্দশার কথা শুনছেন, তখন রাহুল গান্ধী বিদেশের নাইট ক্লাবে, এমন প্রচারও চলছে। পাশাপাশি এই বিষয়টিও আলোচনার কেন্দ্রবিন্দুতে, পাবলিক ফিগার হলেও কোনও মানুষের কি ব্যক্তিগত জীবনের স্বাধীনতা নেই?