ঢাকা, ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

পৃথিবীর শেষ বিন্দু 'পয়েন্ট নিমো' ক্রস করলেন ভারতীয় নৌবাহিনীর ২ নারী অফিসার

মানবজমিন ডিজিটাল

(২ মাস আগে) ৩১ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ২:৫৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৩৬ পূর্বাহ্ন

mzamin

ভারতীয় নৌসেনার নৌ জাহাজ (INSV) তারিনি দুই নারী নৌ অফিসারের সঙ্গে তার বিশ্ব পরিক্রমা চলাকালীন পয়েন্ট নিমো অতিক্রম করেছে। পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত মানুষের কোনও চিহ্ন নেই। রহস্যময় সেই জায়গার নাম পয়েন্ট নিমো। আজ পর্যন্ত নাকি এই জায়গায় কেউ পৌঁছতে পারেনি। পয়েন্ট নিমো প্রশান্ত মহাসাগরের মাঝখানের একটি জায়গার নাম।

এবার ভারতীয় নৌসেনার নৌ জাহাজ ‘তারিণী’ দুই নারী নৌ অফিসারকে সঙ্গে নিয়ে বিশ্ব পরিক্রমা চলাকালীন এই পয়েন্ট নিমোই অতিক্রম করেছে। 

অনেকেই বলছেন, নারী অফিসারদের এই অভিযান দুঃসাহসিক মনোভাবের প্রমাণ। ভারতীয় নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, লেফটেন্যান্ট কমান্ডার দিলনা কে এবং লেফটেন্যান্ট কমান্ডার রূপা এ, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ পয়েন্ট নিমো অতিক্রম করেছেন। 

এই সমুদ্র অভিযান ভারতীয় নৌবাহিনীর নাভিকা সাগর পরিক্রমার অংশ। যার লক্ষ্য তিনটি গ্রেট কেপস-এর মাধ্যমে বিশ্বকে দু'বার প্রদক্ষিণ করা। তারিণী ২ অক্টোবর ২০২৪-এ গোয়া থেকে যাত্রা শুরু করে। এটি অভিযানের দ্বিতীয় পর্ব শেষ করে ২২ ডিসেম্বর নিউজিল্যান্ডের লিটেলটন বন্দরে পৌঁছায়। ক্রুরা এই মাসের শুরুর দিকে লিটেলটন থেকে যাত্রার দীর্ঘতম পায়ে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের পোর্ট স্ট্যানলির দিকে যাত্রা করেছিল। এই পর্বের দূরত্ব প্রায় ৫৬০০ নটিক্যাল মাইল।

পয়েন্ট নিমোকে দুর্গম সমুদ্রের মেরু বলা হয়। এটি পৃথিবীর সবচেয়ে দূরবর্তী স্থানগুলির মধ্যে একটি, যা নিকটতম ল্যান্ডমাস থেকে প্রায় ২৬৮৮ কিলোমিটার দূরে অবস্থিত। এর বিচ্ছিন্নতার কারণে, এটি প্রায়শই যে কোনও মানুষের বাসস্থান থেকে সবচেয়ে দূরবর্তী বিন্দু হিসাবে বিবেচিত হয়। যেহেতু পয়েন্ট নিমোর সবচেয়ে কাছের জনবসতিপূর্ণ এলাকাটি ১০০০ মাইলেরও বেশি দূরে, তাই মহাকাশে থাকা মানুষ স্থলভাগের মানুষের তুলনায় দুর্গম মেরুটির অনেক কাছাকাছি। এমনকি যে মানুষটি প্রথম পয়েন্ট নিমোর সুনির্দিষ্ট অবস্থান গণনা করেছিলেন তিনিও কখনও এটি পরিদর্শন করেননি। 

১৯৯২ সালে ক্রোয়েশিয়ান জরিপ প্রকৌশলী হ্রভোজে লুকাতেলা প্রশান্ত মহাসাগরে সঠিক বিন্দু খুঁজে বের করার জন্য যাত্রা করেছিলেন কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে। হঠাৎ করেই তিনি ভূমি থেকে সবচেয়ে দূরের নিমো নামক স্থানটির খোঁজ পান। ইস্টার দ্বীপপুঞ্জের মোটু নুই হলো পয়েন্ট নিমোর সবচেয়ে কাছের ভূমি।

যদিও এটি এখনো উত্তরে ১০০০ মাইলেরও বেশি। এবার সেই দুর্গম সীমাই অতিক্রম করলেন ভারতীয় নৌবাহিনীর দুই নারী  সেনা।

সূত্র : এনডিটিভি

পাঠকের মতামত

যে যতটুকু সে ততোটুক বুঝে।আদা ব্যাপারি কখনো জাহাজের খবর নিও না।

লিটন
১ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ৪:২৫ পূর্বাহ্ন

ভুয়া খবর ! ভারতীয়রা চাঁদেই তো যায়নি এখনও! চিনা বিজ্ঞানীরা বলেছে ভারতীয়রা সাহারা মরুভূমিতে নেমেছিল।কারণ ওদের বিমান আকাশে যাওয়ার মতো উন্নত নয়।

দেবদূত
৩১ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৪:০৯ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status