অনলাইন
জিএম কাদেরকে গ্রেপ্তার দাবিতে জাপার একাংশের মানববন্ধন
স্টাফ রিপোর্টার
(৪ ঘন্টা আগে) ২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬:৫৪ অপরাহ্ন

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে দলটির অপর অংশের (রওশন) নেতাকর্মীরা। রোববার সেগুনবাগিচাস্থ দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জাতীয় পার্টির এ অংশের নেতারা বলেন, জিএম কাদের দলীয় চেয়ারম্যানের পদ দখল করে মনোনয়ন বানিজ্যসহ দলীয় নেতাকর্মীদের প্রদেয় চাঁদার টাকা আত্মসাৎ এবং বিদেশে টাকা পাচার করেছেন। এছাড়াও তিনি পদ বাণিজ্য করার দ্বারাও দল ধ্বংস করেছেন।
নেতৃবৃন্দ বলেন, গতকাল (শনিবার) দলীয় বর্ধিত সভায়ও তার গ্রেফতারের দাবি করা হয়। দুদক ইতিমধ্যে তার দুর্নীতি অনুসন্ধান করে অভিযোগের সত্যতা নিশ্চিত করেছে। তাই আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও দুদকের প্রতি অবিলম্বে জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে জানাই। অন্যথায় জাতীয় পার্টির নেতাকর্মীরা বৃহৎ কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য খন্দকার মনিরুজ্জামান টিটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদ আলম খুশু, তথ্য ও গবেষণা সম্পাদক ইদ্রিস আলীসহ ঢাকা মহানগর ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পাঠকের মতামত
রউশন আর জি এম কাদের দুই জনই ছিল স্বৈরাচারের গুটি। ২ জন কেই দ্রুত গ্রেফতার করা উচিত।
হাসিনার বান্দবী রওশন কে এরশাদ গ্রেফতার করা হচ্ছেনা কেন? এরশাদকে ব্ল্যাকমেইল করে নির্বাচনে যাবার মূল হোতা এই হারামজাদি রওশন. ৪ আগস্ট ছাত্র আন্দোলন কারীদেরকে রাষ্ট্রদ্রুহী বলে বিচার দাবি করে ছিল এই রওশন
২০২৪ সালের নির্বাচনের জি,এম, কাদের সাহেবের আওয়ামী লীগের সাথে সীট ভাগাভাগি নিয়ে কষাকষি একজন রাজনীতিবিদ হিসেবে তার নীতি নৈতিকতার মানকে প্রশ্নবিদ্ধ করেছে। তিনি একজন সুযোগ সন্ধানী এবং একটি রাজনৈতিক দলকে নেতৃত্ব দেবার যোগ্যতা তিনি রাখেন না।
স্বৈরাচারের উচ্ছিট ভোগি জাপার অনেকেই পাহাড় সম বিত্ত বৈভব গড়ে তুলেছেন। দুদক এদের সম্পদের অনুসন্ধান করছে না কেন? তথাকথিত পার্লামেন্টে দাড়িয়ে কিছু কিছু বকবক করেছে আর তলেতলে তোসামোদি করে ভাল আয় রোজগার করেছে!এদের অনতিবিলম্বে আইনের আওতায় আনুন।