অনলাইন
দল নিবন্ধনে আবেদনের সময় বাড়লো ২ মাস
স্টাফ রিপোর্টার
(৩ ঘন্টা আগে) ২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৭:৪৩ অপরাহ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময় দুই মাস বাড়িয়েছে নির্বাচন কমিশন। রোববার দল নিবন্ধনের আবেদনের শেষ দিনে সময় বাড়ানোর এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। তিনি বলেন, বেশ কিছু দল যেমন নিবন্ধনের জন্য আবেদন করেছে, তেমনি অনেকগুলো দল সময় বাড়ানোর আবেদন করেছে। এ পরিপ্রেক্ষিতে ২২শে জুন পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। বিদ্যমান আইন-বিধি অনুযায়ী এই সময়ের মধ্যে আবেদন করতে হবে।
নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ পর্যন্ত নিবন্ধনের জন্য আবেদন এসেছে ৬৫টি। নব গঠিত জাতীয় নাগরিক পার্টিসহ কিছু দল নিবন্ধনের আবেদন করতে সময় চেয়েছে। গত ১০ই মার্চ গণবিজ্ঞপ্তি দিয়ে ইসি নতুন দল নিবন্ধনে ২০শে এপ্রিল সময়সীমা ঠিক করে দেয়। এই সময় শেষ হওয়ার আগেই এনসিপি এই সময়সীমা ৯০ দিন বাড়ানোর আবেদন করে। আবেদনের সময়সীমার শেষ দিন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে এনসিপি’র একটি প্রতিনিধি দল। ওই বৈঠকের পর বিকালে সময়সীমা বাড়ানোর ঘোষণা দেয় নির্বাচন কমিশন।